Friday, January 24

Tag: মাত্র ৫ মাসে হাফেজ হলো শিশু রাহাত

মাত্র ৫ মাসে হাফেজ হলো শিশু রাহাত

মাত্র ৫ মাসে হাফেজ হলো শিশু রাহাত

ইসলাম
মাত্র ৫ মাসে পুরো কুরআন শরীফ হিফজ করার অনন্য গৌরব অর্জন করেছে আল রাহাত নামে এক শিশু। বৃহস্পতিবার (১০ মার্চ) আনুষ্ঠানিকভাবে ১০ বছর বয়সী এই শিশুর হিফজ সম্পন্ন হয়। সে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার ঘনশ্যামপুর গ্রামের আযহার মৃধার ছেলে। আল রাহাত রাজধানীর মিরপুরের উত্তর পীরেরবাগের জামিয়া মোহাম্মাদিয়া নুরুল কুরআন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। রাহাতের সমাপনী পড়া শোনেন রাজধানীর ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার ইফতা বিভাগের প্রধান মুফতি নুরুল আমিন কাসেমি। এ সময় জামিয়া মোহাম্মাদিয়া নুরুল কুরআন মাদ্রাসার মুহতামিম মুফতি নুরুজ্জামান কাসেমীসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। মুফতি নুরুজ্জামান কাসেসি বলেন, আল্লাহর অশেষ মেহেরবানী ও হিফজ বিভাগের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও রাহাতের আন্তরিক প্রচেষ্টায় খুব কম সময়ে হিফজ সমাপ্ত করতে পেরেছে সে। আল রাহা...