মাদারীপুরে বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত
মাদারীপুর সদরের খাগডি এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বাসটি পুড়িয়ে দিয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, দিদার পরিবহণ নামে একটি বাস বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে মাদারীপুর সদরের খাগডি এলাকায় একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী নিহত হন।
দুর্ঘটনার পর চালক বাস রেখে পালিয়ে যান। পরে স্থানীয় জনতা বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেন।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।...