Thursday, April 25

Tag: এখনও ধ্বংসস্তূপের নিচে শত শত মানুষ

এখনও ধ্বংসস্তূপের নিচে শত শত মানুষ

এখনও ধ্বংসস্তূপের নিচে শত শত মানুষ

আন্তর্জাতিক
সিরিয়ার সীমান্তের কাছে তুরস্কের দক্ষিণ-পূর্বের গাজিয়ানতেপ ও কাহরামানামারাসে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা পড়ে আছে শত শত মানুষ। উদ্ধারকারীরা সেখানে জীবিতদের খোঁজ চালাচ্ছেন। স্বজনরাও হন্যে হয়ে খুঁজছেন আপনজনদের। জারি করা হয়েছে জরুরি অবস্থা। খবর আলজাজিররা। তুর্কি টেলিভিশনের ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীরা সিরিয়ার সীমান্ত বরাবর প্রায় সব বড় শহরের কেন্দ্র ও আবাসিক এলাকাগুলোতে ধ্বংসস্তূপ খনন করছেন। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে কাহরামানামারাস ও গাজিয়ানতেপের মধ্যে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ হয়েছে। যেখানে পুরো শহরের ব্লকগুলো তুষারপাতের নিচে ধ্বংসস্তূপে পড়ে আছে। সেখানে বহু মানুষ আটকে রয়েছেন। এদিকে কাহরামানামারাসের গভর্নর ওমর ফারুক কসকুন বলেছেন, এখনই মৃত ও আহতদের প্রকৃত সংখ্যা বলা সম্ভব নয়। কারণ, অনেক ভবন ধ্বংস হয়ে গেছে এবং ক্ষতি অনেক বেশি। ধ্বংসস্তূপে ...