৪০০তম ওয়ানডেতে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ
ওয়ানডে ক্রিকেটে ৩৬ বছর কাটিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৯৮৬ সালের ৩১ মার্চ শ্রীলঙ্কার তাইরন ফার্নান্দো স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো পঞ্চাশ ওভারের আন্তর্জাতিক ফরম্যাটে পা রাখে বাংলাদেশ।
এরপর গত ৩৬ বছর ধরে এখন পর্যন্ত ৩৯৯ ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছে টাইগাররা। আজ (১০ আগস্ট) হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪০০তম ওয়ানডে ম্যাচ খেলতে নামছে লাল-সবুজ জার্সিধারীরা। ৪০০তম ওয়ানডে ম্যাচের মাইলফলক স্পর্শ করার ম্যাচে অবশ্য কঠিন পরীক্ষার সামনে রয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগেই ওয়ানডে সিরিজ হেরে গেছে তামিম ইকবালের দল। সিরিজের শেষ ম্যাচে নিজেদের ৪০০তম ওয়ানডে ম্যাচে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে হেরে গেলে জিম্বাবুয়ের বিপক্ষে ২১ বছর পর হোয়াইটওয়াশের লজ্জা পাবে বাংলাদেশ। আফ্রিকার দেশটির বিপক্ষে ২০০১ সা...
