Saturday, April 20

কানাডায় তাপদাহে ১৯ জনের মৃত্যু

কানাডার কুইবেকে গত সপ্তাহে তাপদাহে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে গ্রীষ্মকালীন তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় এ ঘটনা ঘটে।

৪ জুলাই, বুধবার কানাডার স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। খবর এএফপির।

আঞ্চলিক জনস্বাস্থ্য পরিচালক মেলিন ড্রয়িন জানান, পূর্বাঞ্চলীয় প্রদেশটির রাজধানী মন্ট্রিয়লে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সংবাদপত্র ট্রিবিউনের খবরে জানানো হয়, ইস্টার্ন টাউনশিপে ৪৮ ঘণ্টায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর রেডিও কানাডার খবরে বুধবার মন্ট্রিয়লের উপকণ্ঠে তাপদাহে আরও দুজনের মৃত্যুর খবর জানানো হয়।

স্থানীয় আবহাওয়া দফতরের ভাষ্য, এ অঞ্চলে তাপমাত্রা বেড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। বাতাসে আর্দ্রতা থাকায় এতে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে।

Leave a Reply