Friday, April 19

চট্টগ্রামের ম্যাক্স ও মেট্রোপলিটন হাসপাতালে র‌্যাবের অভিযান

বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে চট্টগ্রামের ম্যাক্স ও মেট্রোপলিটন হাসপাতালে অভিযানে নেমেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

৮ জুলাই, রবিবার বেলা ১১টায় নগরীর মেহেদীবাগে অবস্থিত আলোচিত ম্যাক্স হাসপাতাল ও জিইসিস্থ ওআর নিজাম রোডে অবস্থিত মেট্রোপলিটন হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর এলিট ফোর্সের অভিযান শুরু হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে নানা অনিয়ম অব্যস্থার অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। এরই প্রেক্ষিতে র‌্যাবের অভিযান চলছে ম্যাক্স ও মেট্রোপলিটন হাসপাতালে।

অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সম্প্রতি ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় চট্টগ্রামের সাংবাদিক কন্যা রাইফা খানের মৃত্যুর পর গঠিত দুটি তদন্ত টিমের দেওয়া প্রতিবেদনে হাসপাতালটির অনুমোদন ত্রুটি এবং চিকিৎসার ক্ষেত্রে নানা অনিয়ম-অব্যবস্থার চিত্র উঠে আসে।

Leave a Reply