Breaking News
Home / বিনোদন / আসছে ঋত্বিক ঘটককে নিয়ে মঞ্চনাটক

আসছে ঋত্বিক ঘটককে নিয়ে মঞ্চনাটক

উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক। এবার তাকে নিয়ে মঞ্চে আসছে নতুন নাটক। এই নাটকের নাম রাখা হয়েছে ‘ঋত্বিক’। তারুণ্যনির্ভর নাট্যদল ‘থিয়েটার ৫২’ এই নাটকটি মঞ্চে নিয়ে আসছে।
রাজধানীর নাটক সরণীর (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামী ২১ জুলাই সন্ধ্যায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে বলে জানা গেছে।
নাটকটি রচনা ও নির্দেশনা দিচ্ছেন মিজানুর রহমান। ‘থিয়েটার ৫২’র ৪র্থ প্রযোজনা হিসেবে মঞ্চে আসছে ‘ঋত্বিক’। নাটকের নাম ভূমিকায় অভিনয় করছেন গোলাম শাহরিয়ার সিক্ত।
এই অভিনেতা বলেন, আমরা চেষ্টা করছি ভালো একটি নাটক দর্শকের সামনে নিয়ে আসতে। একই সঙ্গে ঋত্বিক ঘটকের মতো একজন বরেণ্য ব্যক্তিত্বকে মঞ্চের দর্শকের সামনে তুলে ধরতে। আশা করছি, ভালো কিছু হবে।

এই নাটকে ঋত্বিক ঘটকের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন জয়িতা মহলানবীশ। এছাড়া অন্যান্য চরিত্রে আছেন নজরুল, আদিব, আদ্রিতা, রনি, রাশেল, আইরিন ও তারেক।
নাটকটির মঞ্চ ও আবহ সঙ্গীত পরিকল্পনা করছেন মিজানুর রহমান। আলোক পরিকল্পনা করছেন আসলাম অরণ্য এবং পোশাক পরিকল্পনা করছেন জয়িতা মহলানবীশ।

About News Desk

Leave a Reply