Thursday, April 25

আগামী ৩০ নভেম্বর ফেসবুক গ্রুপ মারমেইডের ৩য় গ্রান্ড গেট টু গেদার ২০১৮

স্বদেশকন্ঠ: আগামী ৩০ নভেম্বর ২০১৮ রাজধানীর পল্টনে নারী উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ মারমেইড এর ৩য় গ্রান্ড গেট টু গেদার অনুষ্ঠিত হতে যাচ্ছে।  মারমেইড ফেসবুক গ্রুপ এডমিন মোহনা স্বদেশ কন্ঠকে জানান- আগামি ৩০ নভেম্বর আমরা মারমেইড ৩য় গ্রান্ড গেট টু গেদার এর আয়োজন করতে যাচ্ছি। এই গ্রুপে ৩৬ হাজার নারী মেম্বার হয়েছে। মারমেইড গ্রুপ এর এডমিন হলেন- মোহনা পিংকি ও শায়লা আরেফিন । সেদিন মারমেইড এর মেম্বাররা সব ভুলে একটি দিন ইনজয় করবে। আরো থাকবে লাঞ্চ, ডিজে, এডমিন প্যানেলের পক্ষ থেকে বিশেষ চমক স্পন্সরদের জন্য আরো সুযোগ সুবিধা থাকবে । অনুষ্ঠানের  মিডিয়া পার্টনার- স্বদেশ টিভি ও স্বদেশ মাল্টিমিডিয়া। প্রোগ্রামে থাকছে ওয়েলকাম গিফট,  ক্রেস্ট গিভিং সিরিমনি, র‍্যাফেল ড্র। স্বদেশ টিভির ইন্টারভিউ ও ইভেন্টে থাকছে  ফটোগ্রাফির বিশেষ ধামাকা।

মারমেইডের ৩য় গ্রান্ড গেট টু গেদার ২০১৮

মেইন স্পন্সর হলেন মোহনাস ক্রিয়েশন, প্রতিষ্ঠাতা- মোহনা পিংকি।

টাইটেল স্পন্সর-

এলওয়া ফ্যাশন, প্রতিষ্ঠাতা- এনি নুসতারি

এস এ বিউটিস, প্রতিষ্ঠাতা- সুরাইয়া ইয়াছমিন সুমা

মিডিয়া পার্টনার- স্বদেশ টিভি, স্বদেশ নিউজ২৪.কম, রেডিও স্বদেশ, প্রতিষ্ঠাতা- আরজে সাইমুর রহমান

প্লাটিনাম স্পন্সর- পন্নি ফ্যাশন হাউজ, প্রতিষ্ঠাতা- আনজিনা পন্নি

ডায়মন্ড স্পন্সর- খানস কালেকশন, প্রতিষ্ঠাতা- আকলিমা হক

গোল্ড স্পন্সর- ‍

সেভেন কালারস, প্রতিষ্ঠাতা- তানিয়া সিদ্দিক

গালর্স ক্লোসেট, প্রতিষ্ঠাতা- ফারজানান কাওসার

হাসিন কালেকশন, প্রতিষ্ঠাতা- মনি

সারিবা এ টু জেড কালেকশন, প্রতিষ্ঠাতা- শামিদা নেওয়াজ

বাহারিকা, প্রতিষ্ঠাতা- সাদিয়া ইসলাম মিতু।

বাটারফ্লাই, প্রতিষ্ঠাতা- ফারিয়া জামান

সিলভার স্পন্সর- স্ক্রাফটস, প্রতিষ্ঠাতা- সেজুতি নহসিন

ডেজাট স্পন্সর- পাঁচফোড়ন, প্রতিষ্ঠাতা- মাহবুবা হোসেন

মেহেদি স্পন্সর– নুরাত, প্রতিষ্ঠাতা- তানজিনা আক্তার সিলভি

ফটোগ্রাফি স্পন্সর- ফটোহলিক, আরিফুল ইসলাম।

এন্ট্রি ফি- ১৫৮০ টাকা

যদি কেউ স্পন্সর করতে চান তারা নিয়মনীতি অনুযায়ী করতে পারবেন। এখনো আরো স্পন্সর ধামাকা বাকি আছে।

Leave a Reply