Saturday, April 20

রোহিঙ্গা নির্যাতনে মিয়ানমারকে তদন্ত কমিটি গঠনের আহ্বান

রোহিঙ্গাদের ওপর নৃশংসতার তদন্তের জন্য মিয়ানমারের প্রতি একটি তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। এই কমিশন মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, এই ঘটনার কারা দায়ী- এসব বিষয় তদন্ত করবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এক বৈঠক করেন আসয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সেখান থেকে এ আহ্বান জানানো হয়েছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিবিয়ান বালাকৃষ্ণান রোহিঙ্গা সঙ্কটকে মানুষের সৃষ্টি একটি মানবিক বিপর্যয় বলে আখ্যায়িত করেন।
জাতিসংঘ এ হত্যাকান্ডকে জাতিগতভাবে রোহিঙ্গাদের নির্মুল করার অংশ হিসেবে বর্ণনা করেছে। তবে মিয়ানমার সবসময়ই এ অভিযোগ প্রত্যাখ্যান করে রোহিঙ্গাদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। প্রসঙ্গত, গতবছর সাত লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে পালিয়ে এসেছে।

Leave a Reply