Thursday, April 25

আফগান লীগে তামিম-মুশফিকদের খেলা কবে, কখন

৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের পর্দা উঠছে আফগানিস্তান প্রিমিয়ার লীগের (এপিএল)। আফগান লীগের প্রথম এই আসরে খেলবেন বাংলাদেশের মুশফিকুর রহীম, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ। তামিম-মুশফিক অবশ্য খেলবেন একই দলে। নাঙ্গারহারের হয়ে খেলবেন এই দু’জন। আর তাসকিন খেলবেন কান্দাহারের হয়ে। ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগান লীগে মোট ২৩টি ম্যাচ হবে। ২০টি ম্যাচ হবে গ্রুপ পর্বে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। আগামী ২১শে অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।আফগান প্রিমিয়ার লিগে খেলবে মোট পাঁচটি দল। কাবুল, কান্দাহার, নাঙ্গারহার, পাকতিয়া ও বালখের নামে নামকরণ করা হয়েছে দলগুলোর। এই লীগে আইকন হিসেবে রয়েছেন রশিদ খান (কাবুল), ব্রেন্ডন ম্যাককালাম (কান্দাহার), শহীদ আফ্রিদি (পাকতিয়া), ক্রিস গেইল (বালখ) ও আন্দ্রে রাসেল (নাঙ্গরহার)।

এক নজরে আফগান লিগে মুশফিক-তামিমদের ম্যাচের সময়সূচী
০৬ অক্টোবর – নাঙ্গারহার বনাম কান্দাহার (সন্ধ্যা ৬টা)
০৭ অক্টোবর – নাঙ্গারহার বনাম পাকতিয়া (সন্ধ্যা ৬টা)
০৭ অক্টোবর – বালখ বনাম কান্দাহার (রাত ১০টা)
০৯ অক্টোবর – নাঙ্গারহার বনাম কাবুল (রাত ১০টা)
১১ অক্টোবর – কান্দাহার বনাম কাবুল (সন্ধ্যা ৬টা)
১১ অক্টোবর – নাঙ্গারহার বনাম বালখ (রাত ১০টা)
১২ অক্টোবর – পাকতিয়া বনাম কান্দাহার (সন্ধ্যা ৬টা)
১২ অক্টোবর – নাঙ্গারহার বনাম কাবুল (রাত ১০টা)
১৩ অক্টোবর – নাঙ্গারহার বনাম কান্দাহার (রাত ১০টা)
১৪ অক্টোবর – নাঙ্গারহার বনাম পাকতিয়া (রাত ১০টা)
১৬ অক্টোবর – কাবুল বনাম কান্দাহার (রাত ১০টা)
১৭ অক্টোবর – নাঙ্গারহার বনাম বালখ (সন্ধ্যা ৬টা)
১৭ অক্টোবর – কান্দাহার বনাম পাকতিয়া (রাত ১০টা)
১৮ অক্টোবর – কান্দাহার বনাম বালখ (সন্ধ্যা ৬টা)
১৯ অক্টোবর – প্রথম সেমিফাইনাল (রাত ১০টা)
২০ অক্টোবর – দ্বিতীয় সেমিফাইনাল (রাত ১০টা)
২১ অক্টোবর – ফাইনাল (রাত ১০টা)
গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় আফগান লীগের প্লেয়ার ড্রাফট। ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে ছিলেন তামিম। এই ক্যাটাগরিতে বিদেশি খেলোয়াড়ের পারিশ্রমিক ৬৩ লাখ টাকা। আর ‘সিলভার’ শ্রেণিতে থাকা মুশফিককে তার দল কিনেছে ২৫ লাখ টাকায়। তবে প্রথমে নিলামে দল পাননি তাসকিন। পরবর্তী সময়ে কান্দাহার ৩০ হাজার ডলারে (২৫ লাখ টাকা) বেছে নেয় তাসকিনকে। আজ ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লীগ খেলার উদ্দেশে দেশ ছাড়বেন এই পেসার। তার সঙ্গী হবেন মুশফিকও। তবে চোটের কারণে যাওয়া হচ্ছেনা তামিম ইকবালের।

Leave a Reply