Breaking News
Home / বাংলাদেশ / ভৈরবে শিক্ষার্থীদের সাথে দুর্নীতি দমন কমিশনের মত বিনিময়সভা অনুষ্ঠিত।

ভৈরবে শিক্ষার্থীদের সাথে দুর্নীতি দমন কমিশনের মত বিনিময়সভা অনুষ্ঠিত।

আশরাফুল আলম,কিশোরগঞ্জ প্রতিনিধি || “রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ভৈরব উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও রফিকুল ইসলাম মহিলা কলেজ এর যৌথ আয়োজনে, কলেজ মিলনায়তনে ১৪ অক্টোবর, রবিবার সকাল ১০টায় শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক রবীন্দ্রনাথ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতে ছিলেন, দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহের সম্মন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহের উপ-সহকারী পরিচালক মোঃ এনামুলক হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শরীফ উদ্দিন আহমেদ, কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সাবিহা কায়সার রাত্রি। মঞ্চে আরো উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য তাহমিনা ইসলাম, এম.এ. সবুর, আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থেিদর পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, মাহফুজুল ইসলাম মফিজ। অনুষ্ঠান কলেজের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

About News Desk

Leave a Reply