Friday, April 19

কিশোরগঞ্জে চাচা-ভাতিজা হত্যায় ৪ জনের ফাঁসি

কিশোরগঞ্জে চাচা-ভাতিজা হত্যায় ৪ জনের ফাঁসি

কিশোরগঞ্জে জোড়া খুনের মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও ২১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ১৬ অক্টোবর দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আবু তাহের।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আল আমিন, স্বপন, মিজান ও নাজমুল।
২০১২ সালে কিশোরগঞ্জের করিমগঞ্জের দুই কৃষক কুবেদ আলী ও জাকারিয়া খুন হন। একটি মোবাইলকে কেন্দ্র করে করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের লাখপুর গ্রামের মো. কুবেদ ও তার ভাতিজা জাকারিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা।
পরে চিকিৎসাধীন অবস্থায় জেলা হাসপাতালে কুবেদ মারা যান ও ঘটনার দুই দিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জাকারিয়ারও মৃত্যু হয়। এ ঘটনার পরদিন করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। আজ দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ওই মামলার রায় ঘোষণা করা হয়। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ। আর আসামিপক্ষ থেকে জানানো হয়েছে ন্যায় বিচারের জন্য তারা উচ্চ আদালতে আপিল করবে।

Leave a Reply