Friday, April 19

বিমানের টয়লেটে ১২ কোটি টাকার সোনা পায়া গেছে ।

টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ২০০টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আজ সোমবার সকাল সাড়ে ছয়টা থেকে ১০টা পর্যন্ত তল্লাশি করে এসব সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা সোনার বারের ওজন ২৩ কেজি ৪০০ গ্রাম। বাংলাদেশে এর বাজারমূল্য আনুমানিক ১২ কোটি টাকা। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, আবুধাবী থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ১২৮ সকাল ৬টা পাঁচ মিনিট চট্টগ্রামে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর উড়োজাহাজের টয়লেটে অভিযান শুরু করা হয়। টয়লেটের টিস্যু বক্সের নিচে একটি চেম্বার স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে স্বর্ণবার পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, কালো টেপে মোড়ানো ১২টি ছোট পুঁটলিতে ২০০টি সোনার বার রাখা ছিল। পাচারের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply