Sunday, April 21

অ্যাসিডে আক্রান্তদের পাশে শাহরুখ খান

২০১৭ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেওয়া বক্তৃতায় শাহরুখ খান বলেন, ‘আমি আমৃত্যু অ্যাসিডে আক্রান্তদের পাশে থাকব। অ্যাসিডে আক্রান্তদের সাহায্য করব। শুধু তা-ই নয়, আমার মৃত্যুর পর মেয়ে সুহানা যাতে ওই দায়িত্ব পালন করে, সে ব্যবস্থাও করে যাব

সেই কথা রেখেছেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান। মীর ফাউন্ডেশন নামে শাহরুখ খান একটি দাতব্য প্রতিষ্ঠান গড়েছেন। ২০১৭ সাল থেকে প্রতিষ্ঠানটি কাজ করছে। অ্যাসিড হামলার শিকার এবং যেকোনো কারণে পুড়ে যাওয়া নারীদের নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। আহত সেসব নারীর প্রয়োজনীয় সব চিকিৎসা, আইনি সহায়তা, কারিগরি শিক্ষা প্রদান, পুনর্বাসন ও উদ্দীপ্ত করার জন্য নানা পরামর্শ দেওয়া হয়। অ্যাসিডে আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং তাঁদের স্বাবলম্বী করে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য।

শাহরুখ খান জানালেন, তাঁর বাবার নাম মীর তাজ মোহাম্মদ খান। এই দাতব্য প্রতিষ্ঠানের নাম দিয়েছেন তাঁর বাবার নামে, ‘মীর ফাউন্ডেশন’। ফাদার্স ডে উপলক্ষে আজ রোববার সকালে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট উদ্বোধন করেন তিনি। এরপর টুইটারে লিখেছেন, ‘প্রতিষ্ঠানটি আমার বাবার নামে। অ্যাসিডে আক্রান্ত নারীদের সাহায্যের জন্য এই ওয়েবসাইট কাজ করবে। ওয়েবসাইটটির উদ্বোধনের জন্য আজকের বাবা দিবসের চেয়ে ভালো দিন আর কী হতে পারত!’

মীর ফাউন্ডেশনের ওয়েবসাইটে শাহরুখ খান লিখেছেন, ‘আমাকে সফল হওয়ার অনেক সুযোগ দিয়েছেন আপনারা। আর এবার আমি তা করতে চাই আপনাদের জন্য। নারীদের জন্য এমন পরিবেশ তৈরি করতে চাই, যেখানে তাঁরা নিজেদের মতো করে জীবনটাকে সাজাতে পারবেন। আমি নারীদের সেই ক্ষমতা দিতে চাই, যাতে তাঁরা নিশ্চিন্তে বাঁচতে পারেন, সুন্দর স্বপ্ন দেখতে পারেন।’

তিনি আরও লিখেছেন, ‘এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা তাদের সহযোগিতা করব, যাদের সঙ্গে এই সমাজ খারাপ ব্যবহার করেছে, তাদের ফিরিয়ে দিয়েছে। আমাদের যাত্রা শুরু হলো। আমরা আরও শক্তিশালী হব। আমার এই পথচলা অব্যাহত থাকবে।’

জানা গেছে, শাহরুখ খান মীর ফাউন্ডেশন পরিচালিত আবাসনে থাকা অ্যাসিডে আক্রান্ত প্রতিটি মেয়েকে ‘নিজের বোন’ বলে মনে করেন। তাঁদের সঙ্গে বড় ভাইয়ের মতো আচরণ করেন। শাহরুখ তাঁর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘সৌন্দর্য কেবল গায়ের চামড়ায় থাকে না। মানুষের অভ্যন্তরীণ সৌন্দর্য মূল শক্তি। সেই শক্তিকে আমাদের তুলে ধরতে হবে।’

২৮ মার্চ অ্যাসিডে আক্রান্ত মেয়েদের সঙ্গে সারা বিকেল কাটান শাহরুখ খান। এই লড়াকু বোনদের কাছ দেখে দেখেছেন, তাঁদের সঙ্গে কথা বলেছেন, ছবি তুলেছেন, নানা বিষয়ে পরামর্শ দিয়েছেন। এরপর তাঁর টুইটার অ্যাকাউন্টে সবার উদ্দেশে দিয়েছেন এক বিশেষ বার্তা। লিখেছেন, ‘সবাইকে অনুরোধ, ঈশ্বরের কাছে আমার এই বোনদের জন্য প্রার্থনা করুন।’

শাহরুখ খান বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, বলিউডের ‘কিং খান’ হওয়ার আগে তাঁকে আর্থিক টানাপোড়েনের মধ্যে দিন কাটাতে হয়েছে। তাই দারিদ্র্যের যন্ত্রণা ভালোই অনুভব করতে পারেন তিনি। এ জন্য সব সময় সুবিধাবঞ্চিত মানুষের সেবা করার চেষ্টা করেন। মানবসেবায় অবদানের জন্য ২০১৮ সালের জানুয়ারি মাসে বিশ্ব অর্থনীতি ফোরাম সম্মেলনে শাহরুখ খানকে ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। এই পুরস্কার পাওয়ার পর গত বছর ২২ জানুয়ারি টুইটারে শাহরুখ লিখেছেন, ‘২৪তম ক্রিস্টাল অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে আমি সম্মানিত।’

Leave a Reply