Sunday, April 21

কুমিল্লা সোসাইটি অফ ইউএসএ ইন্ক এর অভিষেক

আসাদুর রহমান খান || যুক্তরাষ্ট্র প্রতিনিধি ||

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সের বিখ্যাত ‘গুলশান ট্যারেজ’ নামক পার্টি হলভর্তি অসংখ্য মানুষকে সাক্ষী রেখে গত ২৪ নভেম্বর রোববার সন্ধ্যায় হয়ে গেল কুমিল্লা সোসাইটি অফ ইউএসএ ইন্ক এর অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে কমিটির সদস্যদের উপস্থাপনায় মঞ্চে ওঠার আমন্ত্রণ জানানো হলে একে একে মঞ্চে উঠে আসন গ্রহণ করেন প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সম্মানিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ খন্দকার মাসুদ রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী তোফায়েল ইসলাম, আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মহিউদ্দিন দেওয়ান এছাড়া বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি জনাব মনিরুজ্জামান।

প্রথমেই কোরআন তেলাওয়াত করেন শাহ মোয়াল্লেম হোসেন। এরপর বাংলাদেশ-আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

সংগঠনের বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মোমেনের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরীর পরিচালনায় নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ সরকার।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আহমেদের সভাপতিত্বে এবং সিনিয়র সহ সভাপতি মোঃ মনিরুল আলম দিপু, সহ সভাপতি সালাউদ্দিন চৌধুরী, সহ সভাপতি তাসলিমা পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম ( রিয়াদ ) কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল রেজা (স্বপন) ও নব নির্বাচিত কমিটির প্রধান উপদেষ্টা ‘মফিজুল ইসলাম ভুইয়া’ রুমির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আ.স.ম খালেদুর রহমান (সবুজ)।

এরপর হরেক রকমের খাবারের আয়োজনে নৈশভোজ করানো হয় অনুষ্ঠানে উপস্থিত সকলকে। নৈশভোজের পর পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশ থেকে আসা কণ্ঠশিল্পী খালিদ, কৃষ্ণা তিথি, যুক্তরাষ্ট্র প্রবাসী সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক ‘গোলাম সাঈদ’ সিজন সহ কমিউনিটির অন্যান্য শিল্পীরা।

Leave a Reply