Tuesday, April 16

নিরাপদে চলি সোসাইটির আয়োজনে পিঠা মেলা অনুষ্ঠিত

গত ৭ ফেব্রয়ারি মগবাজার শাহ নুরী মডেল হাই স্কূলে অনুষ্ঠিত হয়েছে নিরাপদে চলি সোসাইটির “পিঠা মেলা ২০২০” এই সংগঠন এর মূল উদ্দেশ্য নাগরিকের নিরাপত্তা ও নাগরিক সচেতনতা সৃষ্টি করা,  উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন সংগীত শিল্পী কণিকা রায় ,মোহাম্মদ ইশরাক আলিম আপন, ফেরদৌসি রাজ্জাকি “কাকলি” এবং জুয়েল মাহমুদ, নিরাপদে চলির চেয়ারম্যান মোহাম্মদ আলিম উল্যাহ খোকন ,অর্গানাইজার খাতিব মোহাম্মদ, ইলা জাহান নদীর অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠান সফলতা পেয়েছে । অনুষ্ঠানে অন্তরঙ্গ থিয়েটার এর প্রযোজনায় ও আমিনুল ইসলাম বাচ্চুর রচনায় “কালো বনাম আলো ” নাটকটি প্রদর্শিত হয় । জমজমাট উৎসব এ উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া এবং ঢাকা উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩৫ নাম্বার ওয়ার্ড কাউন্সিলার মোক্তার সরদার, এবং  উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাতেমা মিলি। অনুষ্ঠানে বিশেষ ভূমিকায় ছিলেন শাহিদ ভাষানী, নাসির উদ্দিন, মইনুদ্দিন রাজু ও তানিয়া খন্দকার। উক্ত অনুষ্ঠানে রিক্সাচালক পাগলা খোকনকে গানের সুযোগ করে দেয় নিরাপদে চলির চেয়ারম্যান মোহাম্মদ আলিম উল্যাহ খোকন এবং পাগলা খোকন গান শুনিয়ে দর্শকদের মন জয় করেন। উৎসব প্রাঙ্গনে আরও উপস্থিত ছিলেন কানাডা প্রবাসী রফিক ভাই, রমনা থানা আওয়ামীলীগের সহ সভাপতি শামিম (দিপু) হালিম সরকার,ধ্রুব, রুহুল আমিন, লিয়াকত হাসান, সজীব সরকার আবান্তিকা সহ শাহ্‌নুরি মডেল স্কুলের ৮৪ ব্যচের অনেইক । অনুষ্ঠানের শেষ পর্বে  আলিমুল্লাহ খোকন প্রযোজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সিনেমা “দেশা দ্যা লিডার” প্রর্দশন করা হয়। নিরাপদে চলি সোসাইটির সক্রিয় সদস্যদের অক্লান্ত পরিশ্রমে একটি সফল অনুষ্ঠান সম্পন্ন হয়।

Leave a Reply