Friday, April 19

মাশরাফি চাইলে সেরা বোলার হিসেবে দলে ঢুকতে পারবে: পাপন

ওয়ানডে অধিনায়ক পদ থেকে নিজেই সরে গিয়েছেন মাশরাফি। দেশের সফলতম অধিনায়কের তকমা নিয়েই সরে গেছেন দেশের সেরা এই পেসার। অধিনায়কত্ব ছাড়লেও অবসর নেননি জাতীয় দল থেকে। খেলে যেতে চান আরও কিছু দিন।মাশরাফির অবসর নিয়ে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলছে গুঞ্জন, তর্ক আর বিতর্ক। যদিও মাশরাফি সেসবে টলেননি একদমই।আজ রোববার চলতি বছরের প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সভা অনুষ্ঠিত হবার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন।কথা প্রসঙ্গে উঠে আসে মাশরাফি বিষয়টি। অধিনায়কত্ব ছেড়েছেন, তার আগে নিজে থেকেই সরে গেছেন বোর্ডের সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে। মাশরাফি এখন শুধুই খেলোয়াড়। দলে জায়গা পাওয়া এতটা সহজ হবে না নিশ্চয়!তবে নাজমুল হাসান পাপন বলেন, মাশরাফি যদি খেলার মধ্যে থাকে তাহলে তাকে স্বাগতম।‘খেলোয়াড় হিসেবে প্রত্যেক খেলোয়াড়েরই একটা সময় থাকে, ফর্ম থাকে কখনও ফর্ম থাকে না। বয়স একটা ফ্যাক্টর, রিটায়ারমেন্ট ফ্যাক্টর। ও খেলার মধ্যে থাকলে দ্যাটস ফাইন। ওয়েলকাম।’এরপর মাশরাফিকে প্রতিযোগিতা দিতে হবে অন্যদের সঙ্গে। দলে আছেন তরুণ পেসাররা। তাদের সঙ্গে পাল্লা দিয়েই তবে জায়গা করে নিতে হবে দলে।‘কিন্তু অন্যান্য খেলোয়াড়দের মতো তাকে কমপিট করে আসতে হবে। আমার মনে হয় না ও নিজেই মনে করে যে ও ফুললি ফিট।’পাপন এটিও বিশ্বাস করেন, মাশরাফি চাইলেই ফিরে আসতে পারে জাতীয় দলে। এমনকি সেরা বোলার হিসেবেই জায়গা করে নিতে পারে।‘আমি শিওর, ও কিন্তু অসম্ভব জেদি। এবং সে কিন্তু পেছনে হটার লোক না। সো ও যদি মনে করে আমি খেলব জাতীয় দলে, তাহলে আমি অবাক হবো না। দেখবেন কিছুদিন পরেই ও বেস্ট বোলার হিসেবে ডুকে পড়ছে। আমি আশ্চর্য হব না।’

Leave a Reply