Friday, April 19

খালেদা জিয়ার মুক্তিতে সরকারের কোনো হাত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো হাত নেই। তার মুক্তি একমাত্র বিচার বিভাগ দিতে পারে এমনটাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে সোমবার দুপুরে হজ বুথ ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় বাংলাদেশের সমসাময়িক বিষয় করোনা নিয়ে তিনি জানান করোনা নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই সরকারের প্রতিটি সেক্টর করোনা নিয়ে প্রস্তুত রয়েছেন।খালেদা জিয়ার সাময়িক মুক্তির আবেদন আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। দুপুরে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে হজ সেবা বুথ ২০২০ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।খালেদা জিয়ার মুক্তির বিষয়টি বিচার বিভাগের মাধ্যমেই সম্পন্ন করতে হবে জানিয়ে মন্ত্রী আরো বলেন, খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। মুজিববর্ষ উদযাপন সীমিত করার বিষয়ে মন্ত্রী বলেন, নিরাপত্তার কথা ভেবেই আয়োজক কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।

Leave a Reply