Thursday, April 18

করোনার প্রভাবে পেছানো হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

করোনা ভাইরাস আতংকে গোটা বিশ্ব। বাদ যায়নি বাংলাদেশও। এই ভাইরাসের কারণে বিপদে পড়েছে দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলো। ক্রীড়া ক্ষেত্রও আছে সেই তালিকায়। যার ফলে বহুল আলোচিত এশিয়া ও বিশ্ব একাদশের দুই ম্যাচের সিরিজ স্থগিত করতে বাধ্য হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।২০১৩-১৪ মৌসুমের পর এবার প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল ঢাকার বাইরে। তবে বিসিবির এমন পরিকল্পনার বাঁধা হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস। পরিকল্পনা বদলে প্রিমিয়ার লিগ ঢাকায় আয়োজন করার সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি। বিসিবি মারফৎ পাওয়া খবরে জানা গেছে এমনটাই।তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি তারা।‘সেটা এখনও সিদ্ধান্ত হয়নি। যদি জায়গা থাকে তাহলে আসতেও পারে। আমরা ওখানে গিয়েছি তো ভেন্যু নেই। দেখতে হবে বিকল্প ব্যবস্থা করার কোনো সুযোগ আছে কি-না।‘করোনা ভাইরাসে সংক্রামণের একটি বড় জায়গা হচ্ছে লোকসমাগম। প্রিমিয়ার লিগ এর কারণে জনপ্রিয়তা হারাবে কিনা তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। কারণ মাঠে দর্শক আসার সম্ভাবনা খুবই কম। পাপনের উত্তর অবশ্য সোজাসাপ্টা। মাঠে দর্শক নিয়ে ভাবছে না তারা। উল্টো দর্শক সমাগম কম হবার পক্ষে বিসিবি।‘দর্শক না থাকলে সমস্যা নেই। আপনারা দেখছেন আমরা দর্শকদের উৎসাহিত করছি না। যদিও অন্য কোথাও ক্রিকেট এখনও দর্শক শূন্য হয়নি। আমরা চেষ্টা করব কোথাও যেন বড় জমায়েত না হয়।‘অন্যদিকে বিসিবি নিশ্চিত করে কিছু না বললেও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) থেকে জানা গেছে, আগের মতোই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, বিকেএসপি ৩ ও ৪ নম্বর মাঠে হবে প্রিমিয়ার লিগের ম্যাচ। তবে পূর্ব ঘোষিত ১৫ মার্চ থেকে লিগ শুরু করা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে। কারণ কয়েকটি ক্লাব চলে গেছে কক্সবাজারে। তাদের ঢাকায় ফিরে আসা এবং ম্যাচ খেলার প্রস্তুতির জন্য সময় দরকার। তাই লিগ পেছাতে পারে।

Leave a Reply