Friday, April 19

শাহরুখ খানকে ছাড়িয়ে যাবেন কোহলি?

54062_Kohliক্রিকেট মাঠে ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন বিরাট কোহলি। এবার ব্র্যান্ড ভ্যালুতেও ভারতের সবাইকে ছাড়িয়ে যাওয়ার পথে তিনি। এমন কি বলিউডের শক্তিমান অভিনেতা শাহরুখ খানকে স্পর্শ করার পথে কোহলি। ২০১৪ সালের শেষের দিকে ভারতের টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন মহেন্দ্র সিং ধোনি। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পান বিরাট কোহলি। তখন ভারতের বেশ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠান ধোনির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কোহলিকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানায়। এতে কোহলির অর্থ বাড়তে থাকে জোয়ারের জলের মতো। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব নিয়েছেন কোহলি। এতে কোহলির অ্যাকাউন্ট আরো ফুলেফেপে উঠেছে। ক’দিন আগে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন ভারতের সেরা স্পোর্টস পার্সোনালিটির খেতাব দেয় বিরাট কোহলিকে। অথচ এর আগে এই সম্মান ছিল সাবকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। আর এবার বিশ্ববিখ্যাত বাজার মূল্যায়নকারী সংস্থা ‘ফ্লেপস অ্যান্ড ডাফ’ নতুন হিসাব প্রকাশ করলো। তাতে দেখা যাচ্ছে- ব্র্যান্ড ভ্যালুতে বলিউডের বাদশাহ শাহরুখ খানকে টপকে যাওয়ার পথে কোহলি। এই মুহূর্তে কোহলি প্রায় ২০ টি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এরমধ্যে রয়েছে পেপসি, অ্যাডিডাস, অডি, ভিকস, বুস্ট ও কোলগেটের মতো প্রতিষ্ঠান। এতে এখন কোহলির ব্র্যান্ড ভ্যালু ৯২ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৭৩৭ কোটি ১৫ লাখ টাকা। আর ভারতের সর্বোচ্চ ব্র্যান্ড ভ্যালু অভিনেতা শাহরুখ খানের ১৩১ মিলিয়ন ডলার। কোহলির ব্র্যান্ড ভ্যালু যেভাবে তরতর করে বাড়ছে তাতে খুব শিগগিরই তিনি শাহরুখ খানকে টপকে যাবেন বলে সংস্থটি মনে করছে।

Leave a Reply