
টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ক্রিকেট খেলার সময় বজ্রপাতে সোহেল (২৫) নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ জানায়, বিকেল ৫ টার দিকে স্থানীয়
যুবকদের সাথে সোহেল বিশ্ব ইজতেমা ময়দানে ক্রিকেট খেলছিলো। এ সময় আচমকা প্রচন্ড ঝড় ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে খেলারত অবস্থায় তার উপর একটি বজ্র পড়ে।
এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় অপর খেলার সাথীরা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়।
নিহত সোহেল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার পাটদিয়ারা গ্রামের আব্দুল হামিদের ছেলে। সে টঙ্গীর চেরাগআলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করে কাভার্ড ভ্যান চালাতো।