
সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ: সময়ের তরুণ ও জনপ্র্রিয় সঙ্গীতশিল্পী রাকিব মোসাব্বিরের সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু ২০০৭ সালে। সেই হিসেবে সঙ্গীতাঙ্গনে এক দশক পার করেছেন তিনি। এই উপলক্ষে প্রকাশ হচ্ছে তার নতুন একক অ্যালবাম। ‘আমাকে জড়িয়ে রাখো’ শীর্ষক অ্যালবামটি প্রকাশ হচ্ছে আসন্ন রোজার ঈদে। তিনটি গানে সাজানো এই অ্যালবামের সবগুলো গান লিখেছেন রেজাউর রহমান রিজভী। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাকিব নিজেই। এ প্রসঙ্গে রাকিব মোসাব্বির বলেন, রিজভী ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ২০১২ সালে। এর পরের বছরের বৈশাখে আমার ৫ম একক অ্যালবাম ‘সুখ পাখি’-তে তার লেখা দুটি গান প্রকাশিত হয়। এরপর থেকে রিজভী ভাইয়ের গীতিকবিতায় অনেকগুলো গানের কাজ হয়েছে। তবে সম্পূর্ণ তার গীতিকবিতায় পুরো একটি অ্যালবাম করার ইচ্ছা থাকলেও এতদিন তা সম্ভব হয়নি। এবার সেই অপূর্ণ ইচ্ছাটাই সম্পন্ন হয়েছে। আসন্ন ঈদে প্রকাশিত হচ্ছে রিজভী ভাইয়ের গীতিকবিতায় আমার ১১তম একক অ্যালবাম ‘আমাকে জড়িয়ে রাখো’। এ অ্যালবামের তিনটি গানই ভিন্ন স্বাদের। শ্রোতাদের কাছে গানগুলো উপভোগ্য হয়ে উঠবে বলে আশা করছি। রেজাউর রহমান রিজভী বলেন, সংগীতাঙ্গনে আমার অন্যতম পছন্দের একজন মিউজিশিয়ান হলো রাকিব মোসাব্বির। এ কারণেই হয়তো আমার সবচেয়ে বেশি গানের কাজ হয়েছে রাকিবের সঙ্গেই। অনেকদিন ধরেই কেবল আমার গান নিয়েই রাকিব একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করবে বলে প্লান করছিল। এবারের ঈদে সে পরিকল্পনারই বাস্তব রূপ পাওয়া যাবে ‘আমাকে জড়িয়ে রাখো’ অ্যালবামের মাধ্যমে। সচরাসচর আমি যে ধরণের গান লিখে থাকি, সে রকমেরই রোমান্টিক, সফট ও মেলোডি তিনটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। আশা করি শ্রোতারা গানগুলো পছন্দ করবেন। এদিকে ‘আমাকে জড়িয়ে রাখো’ অ্যালবামের তিনটি গানের মধ্যে একটি গানের ভিডিও ইতিমধ্যে নির্মিত হয়েছে। বাকি দুটি গানেরও ভিডিও শীঘ্রই নির্মাণ করা হবে বলে রাকিব মোসাব্বির জানিয়েছেন। উল্লেখ্য, ‘আমাকে জড়িয়ে রাখো’ রাকিবের ১১তম অ্যালবাম। তার সলো, ফিচারিং ও মিক্স’সহ তার প্রায় ৩০টির উপরে অ্যালবাম প্রকাশ হয়েছে।