Friday, April 19

ইউটিউবে লিটন শেখের প্রথম মিউজিক ভিডিও রম পম

এই পৃথিবীতে কেবল নারীই নির্যাতিত হয় না, মাঝে মাঝে পুরুষ ও গৃহ নির্যাতনের শিকার হয়, এইসব নির্যাতনের প্রতিবাদ করাটাও পুরুষের জন্য অনেক ডিফিকাল্ট।। আর তাই এই রকম নির্যাতনের এক অভিনব প্রতিবাদ নিয়ে তৈরি হয়েছে মজার একটি মিউজিক ভিডিও। আর এভাবেই বাংলাদেশের মিডিয়াতে পদচারনা শুরু হয়েছে, বাংলাদেশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান শিল্পী ও অভিনেতা লিটন শেখের। সম্প্রতি এল কে এস সিডনীর প্রযোজনায় লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেল এ মুক্তি পেয়েছে লিটন শেখের প্রথম মিউজিক ভিডিও “রম পম”। পুরো পুরি ভিন্নধর্মী এই মিউজিক ভিডিওতে মজার কিছু কন্সেপ্ট এর পাশাপাশি লিটন চেষ্টা করেছে সামাজিক সচেতনতামূলক ম্যাসেজ দেয়ার। ভিডিও টি এজাবতকালে বাংলাদেশে নির্মিত অন্যতম বৃহৎ বাজেটের মিউজিক ভিডিও। এই ভিডিওটিতে প্রায় ১২ জন অস্ট্রেলিয়ান প্রফেসশনাল মডেল অভিনয় করেছেন। কোরিওগ্রাফি করেছেন সিডনীর বিখ্যাত নৃত্য পরিচালক প্রাফুল্লা পারিধা। এছাড়া এই ভিডিওতে মিস রাশিয়া (AU) ভেলেরি সিযভা অভিনয় করেছেন। গানটি দ্বৈত ভাবে গেয়েছেন লিটন শেখ ও ব্লাক জাং। কম্পসিশন করেছেন লিটন শেখ নিজেই। লিটন শেখ সিডনীতে বেশ কয়েক বছর ধরে সফলতার সাথে মঞ্চে গান গেয়ে আসছেন। বাংলাদেশেও লিটন শেখের সাংস্কৃতিক পদচারনা ধীরে ধীরে বাড়ছে। তিনি সম্প্রতি আশিকুর রহমান পরিচালিত “অপারেশন অগ্নিপথ” চলচ্চিত্রে কাজ করছেন। এছাড়া সামনে আর বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “হৃদয়ের আয়না” অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন। অতি শিগ্রই তার আরও দুইটি মিউসিক ভিডিও “হেই বেবি” ও “ফাদার” মুক্তি পাবে। লিটন তার ভবিষ্যৎ ক্যারিয়ার শুধু বাংলাদেশ নেয়, আন্তরজাতিক পরিমণ্ডলেও ছরিয়ে দিতে চান।
গানটি দেখুন :
https://www.youtube.com/watch?v=m32I74Dsv6c

Leave a Reply