Friday, March 29

ব্রাজিলে ১৭ মাস বয়সী শিশুর কামড়ে সাপের মৃত্যু (দেখুন ভিডিও)

ভিডিওটি দেখতে পোস্টের নিছে চলে যান

এই ভিডিওটি অনলাইন ইউটিউভ থেকে নেওয়া হয়েছে।
এই ভিডিও নিয়ে কারো আপত্তি থাকলে এর দায়ভার ইউটিউব চ্যানেল নিবে।

ব্রাজিলে ১৭ মাস বয়সী শিশুর কামড়ে সাপের মৃত্যু
না ভুল পড়ছেন না। ব্রাজিলের রিও গ্রান্দে দো সোল রাজ্যের মোসতারদাস শহরে এক শিশুর কামড়ে সাপের মৃত্যু হয়েছে। ওই শিশুর বয়স মাত্র ১৭ মাস। নাম ওর লরেঞ্জো। ওর মা জাইনে ফেরেইরা ফিগেইরা নিজেদের বাগানে পোষা কুকুরের সাথে ওকে খেলতে দিয়ে অন্য কাজে ব্যস্ত ছিলেন। ফিরে এসে দেখেন কুকুরটা আশপাশে নেই। কিন্তু লরেঞ্জোর হাত দুটো রক্তে মাখামাখি আর মুখের ভেতর একটা বিষধর সাপ। লরেঞ্জো যে সাপটাকে অনেক আগেই কামড়ে মেরে ফেলেছে সেটা তিনি বুঝতেই পারেননি। তিনি ভেবেছিলেন জীবিত সাপটাকেই এখনো কামড়ে চলেছে তার ছেলে।হতচকিত আতঙ্কিত হয়ে তিনি তার স্বামীকে খবর দিলেন ছেলে যেন সাপটাকে ছেড়ে দেয় সে ব্যবস্থা করতে। পরে দেখা গেল বেচারা সাপ অনেক আগেই লরেঞ্জোর কামড়ে মারা গেছে। সাপ দেখে পোষা কুকুরটা লরেঞ্জোকে ফেলে পালিয়ে যায়। তখন লরেঞ্জো নিজেই সাপটাকে ধরে কামড়াতে কামড়াতে মেরে ফেলে। সাপটা লরেঞ্জোর গায়ে একটা কামড়ও বসাতে পারেনি। সেই সুযোগও পায়নি। এটা বিস্ময়করই বটে।

শিশু পরে ডাক্তারি পরীক্ষার জন্য লরেঞ্জোকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু তার গায়ে কোনো কামড়ের দাগ বা বিষের অস্তিত্ব পাওয়া যায়নি। সে দিব্যি সুস্থ স্বাভাবিক আছে। এই অবাক করা ঘটনাটি এখন সারা ব্রাজিলে ‘টক অব দ্য টাউন’।

Leave a Reply