Tuesday, January 27

মাছ ধরতে গিয়ে জালে উঠল কিছু অবাস্তব জিনিস যা দেখে আপনি ভয় পেয়ে যাবেন…দেখুন ছবিতে

মাছ ধরতে গিয়ে জালে উঠল কিছু অবাস্তব জিনিস যা দেখে আপনি ভয় পেয়ে যাবেন…দেখুন ছবিতে

মাছ ধরতে গিয়ে জালে উঠল- প্রতিটি মৎস্যজীবির স্বপ্ন থাকে প্রতিদিন প্রচুর পরিমানে মাছ ধরবার ৷ যার জন্য তাদের প্রচুর সাহস লাগে, কারন এই আভিজানে তাদের মাসের পর মাস মাঝ সমুদ্রে ভেসে থাকতে হয়৷ এত কিছুর পর তাদের হাতে আসে টন টন মাছ এবং তা যখন তাদের হাতে আসে তখন তাদের কাছে ঐতিহাসিক দিন বলে ধরা হয় ৷

কিন্তু সাধারন লোকের ক্ষেত্রে মাছ ধরতে গিয়ে খালি হাতে ঘরে ফিরে আসা খুব পরিচিত একটি ঘটনার মধ্যেই পরে ৷ তুমি তোমার বন্ধুর কাধে হাত রেখে বলতেই পার পরের বার নিশ্চয়ই পাবে তুমি৷

কিন্তু যখন মাছ ধরা তোমার পেশা হবে তখন মাছ না ধরে খালি হাতে ফিরে আসা কতটা দুঃখজনক তা বলে বোঝানো যাবে না৷ মাছ ধরার আনুষঙ্গিক যন্ত্রাদি তৈরি রাখা এবং তার সাথে নিজের ভাগ্যও জড়িয়ে থাকে যে কোন মৎস্য আভিযানের সাফল্যর হিসাবে৷

আপনি যদি প্রছুর পরিমানে মাছ ধরতে চান তাহলে শুধুমাত্র মাছ ধরার জাল বা ছিপের উপর ভরসা করে থাকলেই হবে না৷ আর আপনার মাছ ধরার জায়গাটি যদি হয় মাঝ সমুদ্র তাহলে তো আর কথাই নেই, যে কোন রকম আকস্মিক পরিস্থিতির সাথে মুখোমুখি আপনি যখন তখন হতে পারেন ৷

এই গল্পটি্কে আসুন আমরা জানি মৎসজীবীদের একটি আনুপ্রেরনা মূলক এবং জীবনে একবারি ঘটার মত একটি ঘটনা হিসাবে ৷

মৎস্যজীবীরা মাছের জাল সমুদ্র থেকে টেনে তুললেন।


তারা জালের ভিতরে থেকে টন টন মাছ বের করতে শুরু করলেন।


হঠাৎ জালের মধ্যে তারা একটি ভয়ানক জন্তু দেখতে পান ৷

মাছ ধরতে গিয়ে জালে উঠল কিছু অবাস্তব জিনিস যা দেখে আপনি ভয় পেয়ে যাবেন…

হে ঈশ্বর কি এটা ?

মাছ ধরতে গিয়ে জালে উঠল কিছু অবাস্তব জিনিস যা দেখে আপনি ভয় পেয়ে যাবেন…

ওমাগো !!! একটি বিরাট আকারের মাছ ৷

মাছ ধরতে গিয়ে জালে উঠল কিছু অবাস্তব জিনিস যা দেখে আপনি ভয় পেয়ে যাবেন…

আরে এ তো একটি অতিকায় হাঙ্গর৷

মাছ ধরতে গিয়ে জালে উঠল কিছু অবাস্তব জিনিস যা দেখে আপনি ভয় পেয়ে যাবেন…

বিরাট ! বলে বিরাট, মৎস্যজীবীদের একেবারে অতি বিরাট সাফল্য ৷

মাছ ধরতে গিয়ে জালে উঠল কিছু অবাস্তব জিনিস যা দেখে আপনি ভয় পেয়ে যাবেন…

শেয়ার করুন বন্ধুদের সাথে এবং তাদের অবাক করে দিন …।

Leave a Reply