Wednesday, March 22

মেকআপ রুমে এ কী করলেন প্রিয়ম! (ভিডিও)

ভিডীওতি দেখতে হলে পোস্টের নিছে চলে যান

এই ভিডিওটি অনলাইন ইউটিউভ থেকে নেওয়া হয়েছে।
এই ভিডিও নিয়ে কারো আপত্তি থাকলে এর দায়ভার ইউটিউব চ্যানেল নিবে।
বি: দ্র : ই্উটিউব থেকে প্রকাশিত সকল ভিডিওর দায় সম্পুর্ন ই্উটিউব চ্যানেল এর ।এর সাথে আমরা কোন ভাবে সংশ্লিষ্ট নয় এবং আমাদের পেইজ কোন প্রকার দায় নিবেনা।ভিডিওটির উপর কারও আপত্তি থাকলে তা অপসারন করা হবে। প্রতিদিন ঘটে যাওয়া নানা রকম ঘটনা আপনাদের মাঝে তুলে ধরা এবং সামাজিক সচেতনতা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ।
জয় কালী কলকাত্তাওয়ালি’ দর্শকদের পছন্দের ধারাবাহিক। আর সেখানেই চলতি গল্পে অভিনয় করছেন প্রিয়ম চক্রবর্তী। কিন্তু তাঁকে এই ভাবে আগে কখনও দেখেছেন?
শুক্রবার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়ম। সেখানে দেখা যাচ্ছে ওই ধারাবাহিকের মেকআপ রুমের একটি ঘটনা।
ঠিক কী হয়েছিল বলুন তো? আসলে দালের মেহেন্দির একটি বিখ্যাত গানেরর সঙ্গে নেচেছেন প্রিয়ম। তাঁর সঙ্গে ছিলেন তানিয়া রায়, সুমনা চক্রবর্তী, শ্রীতমা দে।

আরও খবর : মৃত্যুর আগে বিয়েবাড়িতে শ্রীদেবী (ভিডিও)
প্রত্যেকেই চলতি গল্পে অভিনয় করছেন। সঙ্গে ছিলেন অ্যাসিসট্যান্ট ডিরেক্টর সঙ্গীতা শীল। সেই নাচের ভিডিও আপাতত সোশ্যাল দর্শকদের পছন্দের তালিকায়।
প্রিয়ম বললেন, ‘‘ওদের সকলের সঙ্গেই আমার খুব ভাল বন্ডিং হয়ে গিয়েছে। আজ ভোর পাঁচটায় প্যাকআপের পর আমার বাড়িতে সকলে এসেছে। পার্টি চলছে।
শুটিংয়ের জন্য তৈরি হচ্ছিলাম। হাফ রেডি হয়ে ভিডিওটা করেছি। আমরা আসলে এমন মজা করতে করতেই কাজ করি।’’

Leave a Reply