Monday, February 6

পোষাক নয় প্রতিভা দেখুন…(ভিডিও)

ভিডীওতি দেখতে হলে পোস্টের নিছে চলে যান

এই ভিডিওটি অনলাইন ইউটিউভ থেকে নেওয়া হয়েছে।
এই ভিডিও নিয়ে কারো আপত্তি থাকলে এর দায়ভার ইউটিউব চ্যানেল নিবে।
হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়েই শ্রীদেবীর মৃত্যু
। অবশেষে হাতে এল মৃত্যুর ফরেন্সিক রিপোর্ট, যাতে কিছু নতুন তথ্য উঠে এসেছে।
খালিজ টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, দুবাইতে ময়নাতদন্ত করার পরে ফরেন্সিক রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, হোটেলের বাথটাবে দুর্ঘটনাবশত জলে আটকে গিয়েই মৃত্যু হয়েছে শ্রীদেবীর। বাথটাবে আটকে যাওয়ার কারণেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কি না, বা হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে তিনি জলে ডুবে যান কি না, তা স্পষ্ট নয় এখনও।
এছাড়াও ফরেন্সিক রিপোর্টের দাবি, শ্রীদেবীর রক্তে মদের নমুনা পাওয়া গিয়েছে।

যদিও ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন, বাথটাবে আটকে গেলেও এর পিছনে কোনও অসৎ বা খুনের উদ্দেশ্য ছিল না। পুরোটাই দুর্ঘটনা বলে জানিয়েছেন তাঁরা।

প্রথমে মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা বলা হলেও, পুলিশের শীর্ষ আধিকারিকদের নিয়ে তদন্ত শুরু হয়েছিল দুবাইতে। ফরেন্সিক রিপোর্টের নথিপত্র হাতে পেলেই দুবাই থেকে মুম্বই-তে দেহ আনা যাবে।

প্রসঙ্গত, শ্রীদেবীর পরিবারও জানিয়েছিল, কোনও দিনই হার্টের কোনও সমস্যা ছিল না তাঁর।

Leave a Reply