Sunday, January 5

বিড়ালের বিরানী খাচ্ছেন নাতো.? দেখুন রাজধানীতে খাশি বলে কীভাবে বিড়ালের বিরানী খাওয়ানো হচ্ছে – ভিডিওসহ প্রমান

বিড়ালের বিরানী খাচ্ছেন নাতো.
দেখুন রাজধানীতে খাশি বলে কীভাবে বিড়ালের বিরানী খাওয়ানো হচ্ছে – ভিডিওসহ প্রমানঃ বিরানী সকলের পছন্দের একটি খাবার। তাইতো ঢাকার বিভিণ্ন স্থানে গড়ে উঠেছে বিরানী বিক্রির দোকান। সাধারন মানুষজন চলার পথে রাস্তার পাশে কিংবা সস্থা হোটেল থেকে বিরানী খান।
এসব বিরানী দামে সস্তা আর স্বাধেও মজাদার। তাই এদের চাহিদাও প্রচুর। কিন্তু প্রশ্ন হলো এসব হোটেলগুলোতে আদৌ কি আপনি খাশি বিরানী খাচ্ছেন নাকি খাশি বলে আপনাকে খাওয়ানো হচ্ছে বিড়ালের বিরিয়ানী। শুনতে অবিশ্বাস্য হলেও সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে রাজধানীতে।

বিস্তারিত ভিডিওসহ দেখুন। ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন।
ভিডিওটি পোষ্টের নিচে দেয়া আছে। ভিডিওটি দেখতে স্ক্রল করে পোষ্টের নিচে চলে যান।
আরো পড়ুনঃ

অবশেষে বাবা-মা পেল সেই পাগলির সন্তান!
মাদারীপুরের শিবচরে উদ্ধার হওয়া মানসিক প্রতিবন্ধীর পিতৃহীন নবজাতককে নিঃসন্তান এক সরকারি কর্মকর্তা দম্পতির হাতে হস্তান্তর করেছে প্রশাসন। শনিবার রাত ১০টার দিকে ওই দম্পত্তির কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। তবে শিশুটির ভবিষ্যৎ চিন্তা করে দত্তক নেয়া ওই দম্পত্তি গণমাধ্যমকে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন।
জানা যায়, প্রায় এক বছর ধরে জেলার শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন ওই নারী গত মঙ্গলবার রাতে স্থানীয় হাতির বাগান মাঠ সংলগ্ন বালুর মাঠে এক কন্যা সন্তান প্রসব করে। শিশুর কান্নার শব্দ পেয়ে স্থানীয় কয়েক যুবক মোবাইলের আলো
জ্বালিয়ে বালুর মাঠে সদ্য জন্ম নেয়া নবজাতক ও মাকে দেখতে পায়। এ সময় তারা আশপাশের বাড়ির নারীদের ডেকে আনে। পরে তারা ওই দু’জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সবাই মিলে শিশুটির নাম রাখে জান্নাতুল হাবিবা হুমাইরা।
জ্বালিয়ে বালুর মাঠে সদ্য জন্ম নেয়া নবজাতক ও মাকে দেখতে পায়। এ সময় তারা আশপাশের বাড়ির নারীদের ডেকে আনে। পরে তারা ওই দু’জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সবাই মিলে শিশুটির নাম রাখে জান্নাতুল হাবিবা হুমাইরা।

Leave a Reply