Friday, April 26

বিয়ের পর বাঙালী মেয়েদের মোটা হয়ে যায় কেন? জানলে অবাক হবেন

বেশীরভাগ বাঙালী মেয়েরাই বিয়ের ছমাসের মধ্যেই যেনো কিরকম মোটা হয়ে যায়।অনেকে এটিকে শ্বশুরবাড়ির আদর যত্ন বলে থাকেন।তবে আসল কারণ সেটি নয়।গবেষকরা বলছেন এটির পেছনে যেমন শারীরবৃত্তীয় কারণ রয়েছে তেমনি রয়েছে কিছু মানসিক কারণও।

চলুন দেখে নেওয়া যাক কয়েকটি কারণ –

১.মা বাবার ভয়ে যা তাদের বিয়ের আগে খাওয়া নিষিদ্ধ ছিলো সেগুলিই তারা বিয়ের খেয়ে মোটা হয়ে যায়।

২. অধিক ঘুমের ফলে মেদ বেড়ে যায়।যা তাদের মুটিয়ে দেয়।

৩. একটা বড় সংখ্যক বাঙালি মেয়ে বিয়ের পরে দিবানিদ্রাসক্ত হয়ে পড়ে। সেটা মেদবৃদ্ধির অন্যতম কারণ।

৪. অনেক বাঙালী মেয়েই বিয়ের আগে নিজেদের বিভিন্ন ব্যায়ামে ব্যস্ত রাখে।যেমন – নাচ অথবা সাইকেল চালানো ইত্যাদি।কিন্তু বিয়ের পর এগুলি না করার জন্য তাদের মধ্যে একধরণের আলসেমি ঢুকে পড়ে।

৫. বিয়ের পরে এক ধরনের নিরাপত্তাবোধ জন্ম নেয়। বিবাহ-পূর্ববর্তী জীবনের অনেক উদ্বেগের নিরসন ঘটে। এর কারণে শারীরিক পরিবর্তন ঘটতেই পারে।

Leave a Reply