Friday, March 29

যারা এখনো ভিডিওটি দেখন নাই , তাদের জন্য । নাদেখলে মিস করবেন (ভিডিও)

কিছুক্ষনের জন্য মনে হলো দিব্যা ভারতী ফিরে এসেছেন…!!! (ভিডিও)
ভিডিওটি দেখতে পোস্টের নিছে চলে যান
অন্যরা যা পড়ছেন…
শাকিব খান সবসময় নিজের চরিত্রটাকে হাইলাইট করতে চায় : অপু

বিনোদন.কম।। ঢাকাই চলচ্চিত্রের তারকা অভিনেত্রী অপু বিশ্বাস। চলচ্চিত্র ক্যারিয়ারে শাকিব খানের সাথে জুটি বেঁধে অসংখ্য ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তিনি। তবে নারী কেন্দ্রিক কোন ছবিতে এখনো দেখা মিলেনি নায়িকার।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, ‘আমার ক্যারিয়ারের বেশিরভাগ কাজ শাকিব খানের সঙ্গে। শাকিব খান সবসময় নিজের চরিত্রটাকে বেশি হাইলাইট করতেন। সেক্ষেত্রে কিছুটা ক্ষতির শিকার হতে হয়েছে। ফলে নায়িকা নির্ভর কোনো সিনেমায় এখন পর্যন্ত অভিনয় করা হয়নি।’

তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশী। আমাদের দেশ পরিচালিত হচ্ছে নারী দ্বারা। আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, বিরোধী দলের নেত্রী নারী। ফলে মেয়েরা অনেক সাহসী হচ্ছে। নারী এখন শুধু ঘরের চার দেয়ালে বন্দি নেই। তারা এখন অনেক এগিয়েছে। আমি নারী বলেই সন্তানের মা হয়েছি এবং সন্তানের কারণেই তাকে (শাকিব খান) মানতে হয়েছে আমি তার স্ত্রী। একজন নারী হিসেবে এটা আমি পেরেছি। নারী বলেই আমি প্রতিষ্ঠিত করতে পেরেছি যে, আমার বিবাহিত জীবন লুকানোর নয়। এখন কিছু মেয়েরা জীবন চলার পথে বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে নিজেকে সামলাতে পারে না। তারা মাদক নেয়, আত্মহত্যার ঘটনাও ঘটে। আমি বলতে চাই, প্রেম বা বিবাহিত জীবনে সমস্যা হতেই পারে। এই অপরাধ একার না। সংসার দুজনের, সম্পর্ক দুজনের। তাহলে একা নিজেকে অপরাধী ভাবার মানে হয় না। প্রতিটি নারীকে বলতে চাই, নিজেকে কখনও ছোট মনে করতে নেই। আত্মহত্যার পথে না গিয়ে ঘুরে দাঁড়াও। প্রতিবাদ করো। নারী বলেই মাথা নত করে থাকতে হবে এটা ভুল।’

কর্মক্ষেত্রে নারীদের পরিস্থিতির বর্ণনা দিয়ে অপু বলেন, ‘আমাদের সামাজিক ব্যবস্থার কারণে সিনেমায় নারীদের জন্য সমস্যা রয়েই গেছে। যেমন ধরুন একজন হিরো যেভাবেই শট দিক না কেন দর্শক সেই দৃশ্য নিয়ে গভীরভাবে ভাবে না বা সেটা ভালোভাবে নেয়। কিন্তু একজন নায়িকা উনিশ-বিশ শট দিলেই সমালোচনা শুরু হয়ে যায়। এজন্যই নারীদের অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে সিনেমায় কাজ করতে হয়। পরিশেষে বলতে চাই, নারী-পুরুষ অসমতা দূর করে ঢাকাই সিনেমা এগিয়ে যাক।’

Leave a Reply