Friday, June 14

হোয়াইট হাউসে যাচ্ছেন না মেলানিয়া ট্রাম্প

Melania-Trump-3ক্ষমতা গ্রহণের পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোথায় থাকবেন সে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অবশেষে এর উত্তর পাওয়া গেলো। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প টাওয়ার ছেড়ে হোয়াইট হাউসেই থাকবেন ট্রাম্প। এমনটাই জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তবে আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং তার ছেলে ব্যারন ট্রাম্প যাচ্ছেন না হোয়াইট হাউসে। তারা নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারেই থাকবেন। এর কারণ হিসেবে ট্রাম্প বললেন, পুত্র ব্যারন যাতে আপার ওয়েস্ট সাইড স্কুলে পড়াশোনা অব্যাহত রাখতে পারে সেজন্য মেলানিয়া এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে তার পড়াশোনা শেষ হলেই তারা হোয়াইট হাউসে চলে আসবেন বলে জানান তিনি। সেটা কবে নাগাদ হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, যত দ্রুত সম্ভব। মেলানিয়া ও ব্যারন নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে থাকলে তাদের জন্য প্রটোকল অনুযায়ী নিউইয়র্ক পুলিশ ও সিক্রেট সার্ভিসের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Leave a Reply