Thursday, April 25

কাল বৈশাখী ঝঢ়ে ঢাকা-বরিশাল লঞ্চের অবস্থা দেখলে গলা শুকিয়ে যাবে আপনারও। ভিডিওতে দেখুন

কাল বৈশাখী ঝঢ়ে ঢাকা-বরিশাল লঞ্চের অবস্থা দেখলে গলা শুকিয়ে যাবে আপনারওঃ দেশর সবথেকে জনপ্রিয় নৌপথ ঢাকা বরিশাল নৌপথ। এ পথে প্রতিদিন অনেক বড় বড় লঞ্চ চলাচল করে। বরিশাল-ঢাকা লঞ্চগুলোকে ভয়াল পদ্মা আর মেঘনা পাড়ি দিতে

হয়। এখন প্রায়শই কাল বৈশাখী ঝড় হবার সম্ভাবনা থাকে। কাল বৈশাখী ঝড়ের কবলে লঞ্চ পড়লে সৃষ্টি হয় ভয়াবহ পরিস্থিতি। যা দেখলে যে কারো গলা শুকিয়ে যাবে। সে পরিস্থিতিতে আসলের ভয়ংকর। দেখুন ভিডিওতে।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন।

ভিডিওটি পোষ্টের নিচে দেয়া আছে। ভিডিওটি দেখতে স্ক্রল করে পোষ্টের নিচে চলে যান।

আরো পড়ুনঃ

বিদায় মরকেল, বিদায়….

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড জয়ে মর্নে মর্কেলকে বিদায় জানাল দক্ষিণ আফ্রিকা৷ ম্যাচের তৃতীয় দিনেই পায়ে চোট পেয়েছিলেন মর্কেল৷ অন্য সময় হলে বাকি ম্যাচে আর বল করার ঝুঁকি নিতেন না তিনি৷ তবে বিদায়ী টেস্টে শেষবার বল হাতে নেওয়ার সুযোগ

থেকে বঞ্চিত হতে চাননি তিনি৷ এমনিতেই টেস্টে আগাগোড়া চালকের আসনে ছিল দক্ষিণ আফ্রিকা৷ শেষ দিনেও সেই আধিপত্য বজায় রাখে তারা৷ কাকতলীয়ভাবে ম্যাচের শেষ ওভারটি করেন মর্কেলই৷ তার বলেই ন্যাথন লায়ন রানআউট হলে ৪৯২

রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারে অস্ট্রেলিয়া৷ বিদায় মরকেল, বিদায়….। ১৯৩৪ সালের পর রানের ব্যবধানের নিরিখে টেস্ট ক্রিকেটে এটিই বৃহত্তম জয়৷ সব থেকে বড় ব্যবধানে টেস্ট হারের রেকর্ডটিও রয়েছে অস্ট্রেলিয়ার নামে৷ ১৯২৮ সালে কিংবদন্তি

ডন ব্র্যাডম্যানের অভিষেক ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া হেরেছিল ৬৭৫ রানের রেকর্ড ব্যবধানে৷ ৫০০ রানের বেশি ব্যবধানে হারের নজির টেস্ট ক্রিকেটে তিনটি রয়েছে৷ বাকি দু’টি ক্ষেত্রেও অস্ট্রেলিয়ার নাম জড়িয়ে রয়েছে৷

Leave a Reply