Friday, March 29

ঢাকায় দুই বাসের বেপরোয়া পাল্লায় হাত হারালো মেধাবী কলেজ ছাত্র রাজীব। ভিডিওতে দেখুন

দুই বাসের বেপরোয়া পাল্লায় হাত হারালো মেধাবী কলেজ ছাত্র রাজীব। ভিডিওতে দেখুনঃ বর্তমান সময়ে বাংলালেশে মানুষের কোন দামই নেই। আমার কারনে কারোর কোন ক্ষতি হলো কিনা তা নিয়ে কারো কোন মাথা ব্যাথ্যা নেই। বিশেষ করে ঢাকা শহরের

অবস্থাতো করুন। ঢাকার রাস্তায় লোকাল বাসগুলোর বেপরোয়া গাড়ি চালানোর কথা সবারই জানা। এর কারনে প্রতিনিয়ত অনেক জীবন বিপন্ন হচ্ছে। এবার বেপরোয়া বাসের পাল্লায় হাত হারালো এক মেধাবী এক কলেজ ছাত্র। বিস্তারিত ভিডিওতে দেখুন।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন।

ভিডিওটি পোষ্টের নিচে দেয়া আছে। ভিডিওটি দেখতে স্ক্রল করে পোষ্টের নিচে চলে যান।

আরো পড়ুনঃ

বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন রূপালী!

২৩ বছর বয়সী তরুণী রূপালী মিজরাম। গত সপ্তাহে একটি বাঘ তার ছাগলকে আক্রমণ করে। এ সময় তিনি লাঠি নিয়ে ছুটে গিয়ে বাঘকে আঘাত করতে থাকেন। বাঘও তার ওপর হামলে পড়ে। বাঘের সঙ্গে এ লড়াইয়ে আহত হন রূপালী। তার এ সাহসিকতার

খবর এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। চিকিৎসক জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত। খবর- বিবিসির ভারতের পশ্চিম মহারাষ্ট্রের রূপালি জানান, সে তার ছাগলে চিৎকার শুনে দৌড়ে ঘর থেকে বের হন। দেখেন তার ছাগলের ওপরে একটি বাঘ ঝাঁপিয়ে পড়েছে।

দ্রুত তিনি একটি লাঠি তুলে নেন হাতে। এরপর ছুটে গিয়ে লাঠি দিয়ে বাঘের গায়ে আঘাত করতে থাকেন। এ সময় বাঘও তাকে আক্রমণ করে। তার মা এসে তাকে দ্রুত বাড়ির ভেতরে টেনে নিয়ে যান। এ সময় তিনিও আহত হয়েছেন। তবে তাদের দু’জনের কারও

অবস্থা গুরুতর নয়। শিগগিরই তাদের হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। তবে বাঘের আক্রমণে রূপালির ছাগলটির মৃত্যু হয়েছে। গত সপ্তাহের এ ঘটনায় বাঘের সঙ্গে লড়াইয়ে বেঁচে ফেরার পর রূপালি একটি সেলফি তুলেছিলেন।

Leave a Reply