![](https://swadeshkantha.com/wp-content/uploads/2016/11/plane-crush.jpg)
নেপালের পশ্চিমাঞ্চলে বুধবার একটি ছোট বিমান বিধ্বস্ত হলে এক রুশ বৈমানিক নিহত এবং এক কানাডিয়ান নারী আহত হয়েছে। অবকাশকালীন শহর পোখরা থেকে উড্ডয়নের পর পরই বিমানটি বিধ্বস্ত হয়।কাসকি জেলার পুলিশ প্রধান গাজুসিদ্ধি বাজরাচার্য একথা জানান। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘তাদের দুজনকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা চলাকালে রুশ বৈমানিক মারা যায়। তবে কানাডিয়ান যাত্রীর আঘাত গুরুতর নয়।
পোখরার পর্যটকদের কাছে ছোট ধরনের আল্ট্রালাইট বিমান খুবই জনপ্রিয়। কারণ এতে চড়ে নয়নাভিরাম অন্নপূর্ণা পর্বতমালার সৌন্দর্য ভালভাবে উপভোগ করা যায়।তবে এ ধরনের বিমানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।