Breaking News
Home / বিনোদন / আবারও…

আবারও…

জনপ্রিয় নায়িকা মৌসুমী। সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিশেষ দিবসের নাটকেও তাকে দেখা যায়। তবে গেলো ঈদে কোনও নাটকে কাজ করেননি তিনি।
তবে বিজ্ঞাপন ও বেশ কিছু টেলিভিশন শোতে অংশ নেন মৌসুমী। মূলত গল্প পছন্দ না হওয়ায় নাটক ও টেলিছবিতে কাজ করেননি। গেলো ঈদে বেশ কিছু নাটকে প্রস্তাব পাওয়ার পরও কোনোটিই মনে ধরেনি তার।
pran তবে আসছে ঈদ-উল-আজহায় একটি নাটকে দেখা যাবে তাকে। এরই মধ্যে তার একটি নাটকের গল্প পছন্দ হয়েছে। জুলাই মাসের শেষ সপ্তাহে এই নাটকের শুটিং-এ অংশ নেবেন মৌসুমী। এ ব্যাপারে অবশ্য এখনই কিছু বলতে চান না তিনি।
মৌসুমী জানালেন, ‘অনেকেই বলেন গল্পটা একটু অন্যরকম, আলাদা। কিন্তু আমি ভিন্নতা খুঁজে পাই না। কিন্তু এর মধ্যে একজন নির্মাতার গল্প আমার মোটামুটি ভালো লেগেছে। যে কারণে কাজটি করার জন্য সম্মতি জানিয়েছি। আশা করছি এ মাসের শেষ দিকে নাটকটির শুটিংয়ে অংশ নেবো।’
এছাড়াও আরও নতুন দুটি নাটকে অভিনয়ের সম্ভাবনা রয়েছে এ অভিনেত্রীর। বর্তমানে মৌসুমী সিনেমায় অভিনয়েই ব্যস্ত সময় পার করছেন।

About News Desk

Leave a Reply