Breaking News
Home / জাতীয় / আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

গ্যাস সংকটের কারণে ১৪ মাস বন্ধের পর আজ সোমবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু হয়েছে।
কারখানা বন্ধ থাকায় প্রতিদিন ১২শ’ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়। দেশের বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখতে গত বছরের ১৯ এপ্রিল আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।

আশুগঞ্জ সার কারখানা পুরোমাত্রায় চালু রাখতে ৪৮ থেকে ৫২ এমএম সিএফ গ্যাস প্রয়োজন হয়। চাহিদা মতো গ্যাস না পাওয়ায় দীর্ঘদিন কারখানার উৎপাদন বন্ধ রাখতে হয়।
সম্প্রতি চলতি বছরের ১৩ জুন আবারও কারখানার গ্যাস সরবরাহ দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। বেশ কয়েকদিনের চেষ্টায় কারখানার উৎপাদন শুরু হয়।
বিসিআইসির পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আলী আক্কাস আরটিভি অনলাইনকে জানান, গ্যাস সরবরাহ না থাকায় ১৪ মাস বন্ধের পর আজ সোমবার উৎপাদন শুরু হয়েছে।

About News Desk

Leave a Reply