ছেলে রওনকের সাফল্যে গর্বিত বাবা মিজানুর রহমান ও মা রিতা রহমান
নিউজ ডেস্ক: বাবা-মা সব সময় সন্তানের সফলতায় খুশী হয়। সন্তানের সব ধরনের সাফল্যেই পিতা-মাতা গর্বিত হয় আর তেমনই একজন গর্বিত পিতা হলেন মিজানুর রহমান বকুল, দেশের স্বনামধন্য অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের নির্বাহী পরিচালক।মিজানুর রহমান বকুল সংগীত জগতের সব তারকারই পরিচিত মুখ। তার অন্য দুই ভাই আরিফুর রহমান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং মাজহারুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক। তিন ভাইয়ের হাত ধরেই দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে লেজার ভিশন। মিজানুর রহমান বকুলের একমাত্র সন্তান পুত্র রওনক আজ এসএসসি’র ফল প্রকাশে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে রওনক পরীক্ষায় অংশগ্রহন করেছিলেন। তার এই সাফল্যে তার বাবা মিজানুর রহমান বকুল ও মা রিতা রহমান বেশ আনন্দিত ও গর্বিত। মিজানুর রহমান বকুল বলেন,‘আমাদের একমাত্র আদরের সন্তানের ফলাফলে আমরা পুরো পরিবার...