চোখ ধাধানো আয়োজনে ‘ফ্রেন্ডস ভিউ স্টার এওয়ার্ড-২০২০’ অনুষ্ঠিত
বিনোদন ডেস্ক, সম্পদনায়-আরজে সাইমুর: গতকাল ৩০ মার্চ হোটেল ঢাকা রিজেন্সিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রেন্ডস ভিউ স্টার এওয়ার্ড-২০২০। অনুষ্ঠানে এ্যাওয়ার্ড সিরিমনি, সেলেব্রেটি ড্যান্স, লাইভ সং পারফরমেন্স, র্যাম্প ফ্যাশন ও বাফেট ডিনার এর আয়োজন ছিল। চলচ্চিত্র, নাটক, সংগীত, ফ্যাশন, নৃত্যু, উপস্থাপনাসহ মিডিয়ার বিভিন্ন অঙ্গনের ক্যাটাগরীতে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী
জনাব কে এম খালেদ, এশিয়ান টিভির চেয়ারম্যান জনাব আলহাজ্ব হারুনর রশীদ সি আই পি, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ্ব আবু সায়েম শাহিন, কে পি সি এর চেয়ারম্যান জনাব কাজী সাজিদুর রহমান।
ফ্রেন্ড ভিউ স্টার এওয়ার্ড যারা পেলেনঃ পরিচালক চয়নিকা চৌধুরী, চিত্রনায়িকা পরীমনি, অভিনয়শিল্পী আফরান নিশো,মেহজাবীন,বিদ্যাসিনহামীম,চিত্রনায়ক সায়মনসাদিক,নিরব,
ইউটি...