Thursday, April 25

Tag: তেল চিটচিটে কেবিনেট পরিষ্কারের উপায়

তেল চিটচিটে কেবিনেট পরিষ্কারের উপায়

তেল চিটচিটে কেবিনেট পরিষ্কারের উপায়

লাইফস্টাইল
  বেশির ভাগ সময় কিচেন কেবিনেটগুলো চুলার ঠিক ওপরেই থাকে। তার ওপর আমাদের রান্নাঘরে চলে বিভিন্ন তরকারি ফোড়ন দেওয়া। তাতেই কিচেন কেবিনেটে জমতে শুরু করে তেল। আস্তে আস্তে হলুদ রং হয়ে তেল চিটচিটে হয়ে যায়।   খুব জেদি ধরনের ময়লা। কী উপায়ে দূর করবেন জেদি ময়লা, চলুন জেনে নিই।   থালা-বাসন ধোয়ার সাবান ও পানি বেশির ভাগ কিচেন কেবিনেট গরম পানি এবং কয়েক ফোঁটা লিকুইড ডিশ সোপ মিশিয়ে পরিষ্কার করতে পারেন। -প্রথমে একটি পাত্রে গরম পানি নিয়ে নিন। তাতে লিকুইড সোপ নিয়ে মিশিয়ে ফেনা তুলে নিন। - থালা-বাসন ধোয়ার স্পঞ্জ ভিজিয়ে কিচেন কেবিনেট আস্তে আস্তে ঘসে নিন। স্পঞ্জ এমনভাবে ভিজাবেন না যাতে করে পানি বেয়ে পড়তে থাকে। -ঘষামাজা শেষে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। ভালো করে মুছে নেবেন যেন শুকিয়ে যায়। এ ক্ষেত্রে মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করলে ভালো।   সাইট্রাসযুক্ত ক্লিনার...