Thursday, March 28

ঢাবি শিক্ষার্থীদের হাতে মার খেল ঢাবি শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের দুই শিক্ষার্থীকে মেরেছে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যারা মারধর করেছেন তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি ভুক্তভোগীদের।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান ও তার বান্ধবী লীনাকে মারধর করা হয়।

মারধরকারীরা প্রথমে পরিচয়পত্র দেখাতে বলেন। ঢাবির পরিচয়পত্র দেখানোর পরও মারের হাত থেকে বাঁচতে পারেননি ভুক্তভোগীরা। লীনা বলেন, বিনা কারণে প্রথম বর্ষের ছাত্ররা আমাদের মারল। কেন মারল, নিজের ক্যাম্পাসে আমাদের নিরাপত্তা কোথায়?

মারধরকারীরা সূর্যসেন হলে থাকেন। হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক মাকসুদ কামাল বলেন, তদন্ত কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে। প্রতিবেদন অনুসারে আমরা ন্যায্য বিচার করব। ভবিষ্যতে যেন ঢাবি ক্যাম্পাসে আর এমন ঘটনা না ঘটে তেমন বিচার করব। হলের সিসি টিভির ফুটেজ দেখে দোষীদের সনাক্ত করা হবে।

Leave a Reply