জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক তার ফেসবুক স্টাটাসে খুবি মুল্যবান কথা লিখেছেন। তিনি আজ তার ফেসবুক প্রফাইলে লিখেছেন- বয়স মানুষের অনেক বড় শত্রু।
যতই আপন করতে চাও,ধরে রাখতে চাও থাকবে না।এই বয়সই মানুষ কে সব কিছু দেয়,আর এই বয়সই এক সময় সব কিছু কেড়ে নেয়।
এটা মানাটাই সুস্থ মানুষের কাজ।