Wednesday, April 24

আইএস প্রধান আবু বকর আল বাগদাদী আফগানিস্তানে!

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-র প্রধান আবু বকর আল বাগদাদী মারা গেছেন বলে বেশ কয়েকবার খবর বেরিয়েছিল আর্ন্তজাতিক গণমাধ্যমে। কিন্তু একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, তিনি ইরান হয়ে আফগানিস্তানে পালিয়ে গেছেন।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে লন্ডনভিত্তিক আরবি পত্রিকা আসরাক আল-আওসাত জানিয়েছে, আল বাগদাদী ইরানের জাহেদান শহর হয়ে আফগানিস্তান পৌঁছেছেন। তিনি এখন পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের নানগরহার প্রদেশে অবস্থান করছেন।

ধারণা করা হচ্ছে, সিরিয়ায় আন্তর্জাতিক জোট পরিচালিত ‘অপারেশন রাউন্ডআপ’ থেকে বাঁচতে আল বাগদাদী আফগানিস্তান পালিয়েছেন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরিয়া থেকে আইএসকে নির্মূলের জন্য এই অভিযানের তৃতীয় ধাপ চলছে।

উল্লেখ্য, আল-বাগদাদী কোথায় রয়েছেন কিংবা বেঁচে রয়েছেন কি-না তা নিয়ে কয়েক বছর ধরেই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে

Leave a Reply