Thursday, April 25

ইসরাইলি হামলায় শহীদ হলেন আরও ৭ ফিলিস্তিনি; আহত ৫০৭

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলবিরোধী বিক্ষোভে গুলিতে আরও সাত ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন। আহত হয়েছেন আরও ৫০৭ জন। নিজ ভিটেমাটিতে ফেরার আন্দোলনের অংশ হিসেবে গতকাল (শুক্রবার) সন্ধ্যায়ও গাজায় সীমান্তের কাছে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় দখলদারেরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকালের হামলায় শহীদ সাত ফিলিস্তিনির মধ্যে এক শিশুও রয়েছে। এছাড়া আহত ৫০৭ জনের মধ্যে ৩৫টি শিশু, চার জন নারী, দুই জন ত্রাণকর্মী ও দুইজন সাংবাদিক রয়েছেন। আহতদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

নিজের ভিটেমাটি ফিরে পাওয়ার দাবিতে গত ৩০ মার্চ থেকে গাজায় বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। কিন্তু গুলি চালিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা করছে দখলদার ইসরাইলি সেনারা। গত কয়েক মাসের বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিতে এ পর্যন্ত ১৯০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দুই হাজার ফিলিস্তিনি।

এসব হত্যাকাণ্ডকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করে আন্তর্জাতিক আদালতে ইহুদিবাদী নেতাদের বিচারের দাবি উঠলেও এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়া হয় নি

Leave a Reply