Saturday, April 20

চট্টগ্রামের ইয়াবা খোরশেদ কেন গ্রেফতার হচ্ছে না?

প্রশাসনের সামনে ইয়াবা খোরশেদ ঘুরে বেড়ালেও পুলিশ তাকে এখনও গ্রেফতার করছেনা।চট্টগ্রামের অবৈধ মাদক ও ইয়াবা ব্যবসায়ী খোরশেদ ওরফে ইয়াবা খোরশেদ দীর্ঘকাল যাবত মাদক ও ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছে। তার এ ব্যবসার অন্তরালে এক শ্রেণির অসাধু পুলিশ কর্মকর্তা ও স্থানীয় ক্ষমতশীল নেতাদের সহযোগিতা রয়েছে বলে সূত্রে জানা যায়। কেননা খোরশেদের বিরুদ্ধে স্থানীয় ও বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বহুবার সংবাদ প্রকাশিত হলেও পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে নিচ্ছে না এবং খোরশেদকে গ্রেফতারও করছেনা। এতে প্রতিয়মান হয়, এক শ্রেণীর অসাধু পুলিশ কর্মকর্তা ও  স্থানীয় অসাধু কতিপয় ক্ষমতাশীল দলের নেতা খোরশেদকে গ্রেফতারের হাত থেকে রক্ষা করছে। সম্প্রতি খোরশদের বিরুদ্ধে জনৈক অভিক দাশ গুপ্ত মাননীয় মন্ত্রী,স্বরাষ্ট্র মন্ত্রনালয় বরাবর অভিযোগ দাখিল করেছে। অভিযোগ ইয়াবা খোরশেদকে আইনের আওতায় আনার জন্য দাবি জানানো হয়।

এদিকে খোরশেদ নিজেকে বাঁচানোর এবং ইয়াবা ব্যবসাকে আড়াল করার জন্য তথাকথিত মার্কেট কমিটির সভাপতি সেজেছেন। তিনি মানববন্ধনও করেছেন। সচেতন জনতার প্রশ্ন, যে খোরশেদ অবৈধ মাদক ও ইয়াবা ব্যবসার দ্বারা যুব সমাজকে বিপদগামী করছে, সেই ইয়াবা খোরশেদ একটি মানববন্ধন করলে বা তথাকথিত সাংবাদিক সম্মেলন করলে অথবা তথাকথিত কাগজে কলমে ব্যবসায়ী সমিতির নেতা হলেই কি তার এ ঘৃন অপরাধ ধামাচাপা পড়ে যাবে? এতেই কি এ কুখ্যাত ইয়াবা ও মাদক ব্যবসায়ী আইনের হাত থেকে রক্ষা পেয়ে যাবে? না- তা হতে পারেনা। সচেতন জনতা চায় এ জঘন্যতম মাদক ও ইয়াবা ব্যবসায়ীর দৃষ্টান্তমুলক শাস্তি হোক।

Leave a Reply