Tuesday, December 16

দে‌শের সর্ব বৃহৎ বিজয় উৎসব পালন কর‌লেন বা‌গেরহাট।

দে‌শের সর্ব বৃহৎ বিজয় উৎসব পালন কর‌লেন বা‌গেরহাট।

বাংলা‌দে‌শের ৫০ তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী ও মহান বিজয় দিবস উপল‌ক্ষে বা‌গেরহাট জেলা ডেমা ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান জনাব মো: ম‌নি ম‌ল্লিক কতৃক অা‌য়ো‌জিত, ১৬ ই ডি‌সেম্বর থে‌কে শুরু ক‌রে দির্ঘ ১০ দিন এক ম‌নোঙ্গ সাংস্কৃ‌তিক অনুষ্ঠান, মেলা ও ব‌্যা‌তিক্রম ধ‌র্মির অা‌লোচনা সভার অা‌য়োজন ক‌রেছেন। যা ইউ‌নিয়ন থে‌কে জেলা ও বিভাগীয় পর্যায় অা‌লোচনার তু‌ঙ্গে র‌য়ে‌ছেন। দলমত সর্ব মহ‌লে প্রশংসার জোয়ার বইছে।মেলায় ব‌্যাপক মানু‌ষের উপ‌স্থি‌তি সহ ম‌নোঙ্গ সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের পাশাপা‌শি মানব সভ‌্যতার সৃ‌ষ্টি, বিবর্তন ও এর সর্বশেষ অবস্থান স‌র্ম্পকে তু‌লে ধরা হয়। জা‌তির পিতা বঙ্গবন্ধুর প‌রিবারের প্রতি‌টি সদস‌্য সর্ম্পকে ও বঙ্গবন্ধুর তৈরী হওয়ার স‌ঠিক ই‌তিহাস অা‌লোচনায় স্থান পায়। সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের পাশাপা‌শি এটাই বাংলা‌দে‌শের জেলা পর্যায় সর্ব বৃহৎ বিজয় দিবস উর্দযাপন অনুষ্ঠান। যেখা‌নে বঙ্গবন্ধু সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার শুরু ও বর্তমান সম্প‌র্কে অা‌লোচনা করা হয়।অা‌লোচনা করা হয়, দেশ কোথায় ছি‌লো অার দে‌শের অাজ কি অবস্থা! বাংলা‌দে‌শের ৫০ তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী সহ বঙ্গবন্ধুর ১০০তম জন্ম বা‌র্ষিকী উপল‌ক্ষ্যে সম্মা‌নিত অ‌তিথীরা উপ‌স্থিত থে‌কে অনুষ্ঠান‌কে প্রানবন্ত‌্য ক‌রে‌ছেন। উপ‌স্থিত ছি‌লেন। মোহাম্মদ শামীম, সাধারন সম্পাদক, মানবঅধিকার সংস্হা বর্ধমান,ভারত।। প্রধান অতিথিঃ রিজিয়া পারভীন। মহিলা ভাইস চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ। বিশেষ অতিথিঃ আহাদ উদ্দীন হায়দার বিশেষ অতিথিঃ তিথি দেবনাথ প্রধান শিক্ষক গ্রীনহার্ট কিন্টার গার্টেন। বিশেষ অতিথিঃলিটু সরদার, গ্রন্হগার। বিশেষ অতিথিঃজোৎনা দেবনাথ। বিশেষ অতিথিঃএকরামুল কবির প্রধান শিক্ষক, বাশঁবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। সভাপতিত্ব করেন ঃ মোঃ মনি মল্লিক, চেয়ারম্যান ডেমা ইউনিয়ন পরিষদ।সাধারন সম্পাদক, বাগেরহাট জেলা কৃষক লীগ।
আয়োজিত সমাপ‌নি অনুষ্ঠান‌টি প্রজন্ম সমাজ কল‌্যান সংস্থা কতৃক প‌রিচালনা করা হয়।

Leave a Reply