Saturday, March 23

রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে গিয়ে খুন হলেন যুবক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলি ও কুপিয়ে মো. জাফর আলম (৩৫) নামে এক স্বেচ্ছাসেবীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার ভোররাতে উখিয়ার পালংখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই খুনের ঘটনা ঘটে।

নিহত জাফর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ৫১ ব্লকের মৃত বদিউর রহমানের ছেলে।

খুনের বিষয়টি স্বীকার করেছেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার অপারেশন মো. ফারুক আহমেদ।

তিনি জানান, জাফর সাবেক ক্যাম্প মাঝি। বর্তমানে তিনি একজন ভলান্টিয়ার। রাতের বেলায় সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পে তিনি নিয়মিত পালাক্রমে পাহারা দিতেন। ভোরের দিকে তিনি পাহারা শেষ করে নিজ ঘরে চলে যাওয়ার সময় ১৭ নম্বর ক্যাম্পের দিক থেকে আসা ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত জাফরকে ধরে নিয়ে গুলি ও উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে এপিবিএন পুলিশ ও সাধারণ রোহিঙ্গারা আহত জাফরকে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ঘটনার পর পরই জড়িতের ধরতে অভিযান অব্যাহত রেখেছে এপিবিএন পুলিশ। বর্তমানে ক্যাম্প-১৮ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply