Thursday, April 18

রিজওয়ানের বিষয়ে বাবর আজমকে যে পরামর্শ দিলেন হাফিজ

মোহাম্মদ রিজওয়ান দীর্ঘদিন ধরে পাকিস্তান দলে খেলছেন। বহু দিন হলো বড় স্কোর করতে পারেননি তিনি। এমতাবস্থায় রিজওয়ানকে টেস্ট ক্রিকেট থেকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

এই প্রস্তাবটি অধিনায়ক বাবর আজমকে বিবেচনায় নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন হাফিজ। খবর ক্রিকেট পাকিস্তানের।

দীর্ঘদিন ধরে রিজওয়ান একই ফরমেটে লড়াই করছেন। ২০২২ সালে ৮টি টেস্টে ৪০১ রান সংগ্রহ করেন। যার গড় ছিল ৩০.৮৪। ফলে রিজওয়ানের পরিবর্তে সরফরাজ আহমেদকে উইকেট কিপার ও ব্যাটিংয়ে স্থলাভিষিক্ত করার পরামর্শ দিয়েছেন হাফিজ।

হাফিজ বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাবরের উচিত যদি রিজওয়ান এই ফরমেটে ভালো পারফরমেন্স দেখাতে না পারে তাহলে তাকে বিশ্রাম দেওয়া। সরফরাজ অথবা যে কাউকে তার স্থলাভিষিক্ত করে কাজে লাগানো উচিৎ। এটিই দলের জন্য কল্যাণ হবে বলে মনে করেন হাফিজ।

Leave a Reply