Sunday, December 3

শুভ জন্মদিন – বাংলাদেশের অনলাইন জগতের উজ্জল নক্ষত্র আর জে সাইমুর রহমান।

আজ বাংলাদেশের সুপরিচিত সৎ এবং কর্মঠ যে মানুষগুলি আছে তাদের মাঝে অন্যতম একজন সৎ, কর্মঠ, সাহসী, মানুষের আজ জন্মদিন। তাকে জানাচ্ছি হৃদয়ের অন্তঃস্থল থেকে জন্মদিনের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।
আজকের দিনটা ভরে উঠুক ভালবাসা আর উৎসাহে। আগামী বছরগুলিও আরো আনন্দ এবং উৎকর্ষতায় ভরে উঠুক এই কামনা সবসময়েই থাকবে অনলাইন রাজপুত্র আর জে সাইমুর রহমানের জন্য। এছাড়া জীবনে বয়ে আসুক আরো উন্নতি , সৌভাগ্য ,ঐশ্বর্য এই দোয়া ও রইলো।
দীর্ঘজীবী হয়ে উঠো, সুস্থ এবং সুখের ভেলায়।শুভ হোক অাগামী দিনের পথ চলা।।
শুভ জন্মদিন আর জে সাইমুর রহমান স্যার।

Leave a Reply