Thursday, March 28

দেখুন প্রেমিকের সাথে কি করছে … বাচ্চারা দেখবেন না ,

দেখুন প্রেমিকের সাথে কি করছে … বাচ্চারা দেখবেন না ,

নরসিংদীতে দুই বছর ধরে বন্ধ বইমেলা
নরসিংদীতে গত দুই বছর ধরে বইমেলার আয়োজন হচ্ছে না। জেলা প্রশাসনের আয়োজনে সর্বশেষ ২০১৬ সালে নরসিংদী সরকারি কলেজ মাঠে বৃহৎ পরিসরে আয়োজন হয়েছিল বইমেলা। মেলা না হওয়ায় ফেসবুকে অনেকে ক্ষোভ প্রকাশ করেছে।
জেলা প্রশাসন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সব সময় জেলা প্রশাসনের আয়োজনে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম কিংবা নরসিংদী সরকারি কলেজ মাঠে বড় আকারে আয়োজন করা হয়ে থাকে সপ্তাহব্যাপী বইমেলা। আর ২০০৮ সাল থেকে সাটিরপাড়া এলাকায় পৌর শহীদ মিনারে সপ্তাহব্যাপী বইমেলার আয়োজন করে নরসিংদী পৌরসভা। কিন্তু গত ২০১৬ সালের পর থেকে জেলা প্রশাসনের আয়োজনে কোনো বইমেলা অনুষ্ঠিত হয়নি। এ বছরও কোনো উদ্যোগ নেয়নি জেলা প্রশাসন। সম্প্রতি বইমেলার দাবি জানিয়ে ফেসবুকে অনেকে ক্ষোভ প্রকাশ করেছে অনেকে।
শিউলীবাগ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক রায়হানা সরকার লিখেছেন, ‘খুব হতাশ হলাম।’
সুব্রত দেবনাথ লেখেন, ‘নরসিংদীতে বইমেলা চাই। কর্তৃপক্ষের পদক্ষেপ কামনা করছি।’ জাহাঙ্গীর হোসাইন লেখেন, ‘কিছু কিছু মানুষের কারণে হাজার হাজার সাহিত্যপ্রেমিক বঞ্চিত।’
সংগঠনকর্মী ফাহিম সাদেক সৌরভ লেখেন, ‘নরসিংদীতে এখন আর আগের মতো প্রাণের স্পন্দন নেই। সাংস্কৃতিক আয়োজনগুলোও অনেক ঝিমিয়ে আছে। সম্ভবত এর ধারাবাহিকতায় আজকের এই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছি আমরা। তবে এই অবস্থা থেকে নরসিংদীবাসীকে বের করে আনতে হবে মুক্ত হাওয়ায়। দিতে হবে মুক্ত বাতাসের স্বাদ। আবার জাগাতে হবে প্রাণের স্পন্দন। আর এ জন্যে বইমেলার আয়োজন হতে পারে উত্কৃষ্ট পন্থা। বইমেলা আয়োজনের জোরালো দাবি জানাচ্ছি।’ খান মোহাম্মদ মৃদুল লেখেন, ‘বইমেলা চাই। বইমেলা না করার সিদ্ধান্ত একটি ভয়ংকর এবং লজ্জাজনক সিদ্ধান্ত।’ মোরশেদ জামি লেখেন, ‘নরসিংদীতে এখন সংস্কৃতিমনা মানুষের বড় অভাব।’

এ বিষয়ে সোমেন চন্দ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল হক সুমন বলেন, ‘প্রশাসনই অন্যান্য মেলার মতো বইমেলার আয়োজন করে থাকে। সেখানে জেলার সুধীসমাজ, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা লোকজনদের যুক্ত করে। গত বছর ও এই বছর তা হচ্ছে না। আমার মনে হচ্ছে, আমরা চেতনাগত সংকট ও দেউলিয়াপনা মানসিকতার কারণে প্রাণের এই মেলা থেকে দূরে সরে আসছি। খুব কষ্ট হচ্ছে।’

তবে প্রতি বছরের ন্যায় সাটিরপাড়া পৌর শহীদ মিনারে সপ্তাহব্যাপী বইমেলা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে নরসিংদী পৌরসভা। পৌর বইমেলার তত্ত্বাবধায়ক আমজাদ হোসেন বাচ্চু বলেন, ‘একুশের চেতনা সম্প্রসারিত হয়ে আমাদের স্বাধীনতা। আর এই চেতনায় বুকে ধারণ করেই পৌরসভা বরাবর বইমেলার আয়োজন করে থাকে।’ নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, ‘জেলা প্রশাসন এককভাবে বইমেলা করছে না। তবে যেহেতু পৌরসভা সপ্তাহব্যাপী বইমেলার আয়োজন করেছে, সেটাই আমাদের মেলা।’

Leave a Reply