Saturday, April 20

আন্দালিব রহমান পার্থর যে ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে

আন্দালিব রহমান পার্থর যে- ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশের জাতীয় পার্টি(বিজেপি)’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

আন্দালিব রহমান পার্থর ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

যারা বিএনপির এই হরতাল অবরোধ এর জন্য মায়া কান্না দেখাচ্ছেন তাদের জন্য!!!

ফিরে দেখা ১৯৯৬ থেকে ২০০৫ (আওয়ামী কাল)

☛ ২০০২ সালের HSC পরীক্ষার সময় পর পর দুই বার হরতাল দিয়েছিলো হাসিনা।

☛ ২০০৫ সালের HSC পরীক্ষার সময় লাগাতার হরতাল দিয়েছিল আওয়ামী লীগ।

☛ ১৯৯৫ সালের SSC পরীক্ষার সময়ও ৮ দিন হরতাল দিয়েছিলো আওয়ামী লীগ।

☛ ১৯৯৬ সালে HSC পরীক্ষার সময় আওয়ামীলীগের অবরোধের কারণে ৩ মাস পরীক্ষা পিছিয়েছিল।

☛ ১৯৯৬ তেই স্কুল-কলেজে তালা লাগিয়ে দিয়েছিলো হাসিনা বাহিনী, শিক্ষা সচিবদের রাস্তায় উলঙ্গ করে লাঞ্চিত করা হয়েছিল তখন।

মনে করে দেখুন……১৯৯৮ সালের ১৫ নভেম্বর, হাতে তসবিহ এবং মাথায় পট্টি বেধেই জাতির কাছে হরতাল না করার ওয়াদা করে হাসিনা বলেছিলো,- বিরোধী দলে গেলেও আমরা কখনও হরতাল করব না।

কিন্তু ২০০১ সালেই তিনি নেন ঐতিহাসিক পাল্টি, হয়ে যান মোনাফেক। পরীক্ষার সময়ই দেন একাধিকবার হরতাল। ১৯৯১ থেকে ৯৬, ১৭৩ দিন এবং২০০১ থেকে ০৭, ১৩০ দিন হরতাল-অবরোধ দিয়েছিলো পীর সাহেবা গোপালী।

দেখুন, হাসিনার ৯৪, ৯৫ ও ৯৬ সালে ডাকা হরতাল, অবরোধ এবং অসহযোগের কিছু চিত্রঃ

→ ১৯৯৪ সাল (৬ দিন হরতাল, ৫ দিন অবরোধ)

★২৬ এপ্রিল হরতাল,

★১০ সেপ্টেম্বর অবরোধ,

★১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর হরতাল,

★২৭ সেপ্টেম্বর অবরোধ,

★৩০ নভেম্বর অবরোধ,

★৭ ও ৮ ডিসেম্বর হরতাল,

★২৪ ডিসেম্বর অবরোধ,

★২৯ ডিসেম্বর অবরোধ।

→ ১৯৯৫ সাল (৩০ দিন হরতাল, ৪ দিন অবরোধ)

★২, ৩ ও ৪ জানুয়ারি হরতাল,

★১৯ জানুয়ারি অবরোধ,

★২৪ ও ২৫ জানুয়ারি হরতাল,

Leave a Reply